জীবনের প্রতিটি ক্ষেত্রে আজ অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ করে লিভার সংক্রান্ত রোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়ক হতে পারে এআই প্রযুক্তি। এমনই মনে করছেন চিকিৎসকরা।
মেটাবলিক-সম্পর্কিত স্টেটোটিক লিভার রোগ (MASLD) বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী লিভার রোগ বলে মনে করা হয়। সাম্প্রতিক গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড ব্যবহার করে প্রাথমিক পর্যায়ের মেটাবলিক-সম্পর্কিত স্টেটোটিক লিভার রোগ নির্ভুল ভাবে শনাক্ত করতে সক্ষম এআই প্রযুক্তি।
লিভারের এই অসুখে যকৃতে সঠিক ভাবে চর্বি পরিচালিত হয় না। সাম্প্রতিক সময়ে বিশ্ব জুড়ে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে এই রোগে আক্রান্তের সংখ্যা। এই অসুখে স্থূলতা, টাইপ-২ ডায়াবেটিস এবং অস্বাভাবিক কোলেস্টেরল-মাত্রার সমস্যাও দেখা যায়। সঠিক ভাবে সঠিক সময় চিহ্নিত না হলে এই অসুখ গুরুতর আকার করতে পারে। তাই প্রাথমিক স্তরেই রোগ নির্ণয় অত্যন্ত জরুরি। অনেক সময় এটি শেষ ধাপে না যাওয়া পর্যন্ত শনাক্ত করা যায় না। কারণ প্রাথমিক পর্যায়ে বেশি উপসর্গ থাকে না।
আমেরিকার তিনটি সাইট থেকে ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ডে ইমেজিং ফলাফল বিশ্লেষণ করেন ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষক আরিয়ানা স্টুয়ার্ট এবং তাঁর দল। তাঁরা একটি এআই অ্যালগরিদম ব্যবহার করে ৮৩৪ জন রোগীর ওপর সমীক্ষা চালান। গবেষকদের মতে, এআই রোগীর ডেটা বিশ্লেষণ করে চিকিৎসা আরও দ্রুত করতে পারে এআই। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ লিভার ডিজিজেস দ্বারা আয়োজিত লিভার মিটিং-এ এই গবেষণাটি প্রকাশিত করা হবে।
এর আগে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, লিভার ফাইব্রোসিস শনাক্ত করতে এবং নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভারের রোগ নির্ণয় করতে ব্যবহার করা যেতে পারে এআই প্রযুক্তিকে। ফোকাল লিভারের ক্ষতগুলিকে আলাদা করা, হেপাটোসেলুলার ক্যানসার নির্ণয়, দীর্ঘস্থায়ী লিভার ডিজিজের (সিএলডি) পূর্বাভাস দিতে চিকিৎসকদের ব্যাপক সাহায্য করতে পারে এআই।