এই সব রোগে দোপাটি দারুণ কাজের

0

খবর অনলাইন ডেস্ক : শুধু শাকসবজি বা ফলেরই যে মানব দেহে উপকারিতা আছে তা কিন্তু নয়। বিভিন্ন ফুলের উপকারিতাও কিন্তু এ ক্ষেত্রে কম নয়। জবা, গোলাপ, দোপাটি ইত্যাদি ফুলেরও শারীরিক সমস্যায় উপকারিতা প্রচুর।

আজ জানা যাক দোপাটির উপকারিতা নিয়ে

আঁচিলে

পাতার রস আঁচিল খসাতে কাজে লাগে।

শ্বেতীরোগে

শ্বেতী হওয়া ত্বকের ওপর দোপাটি গাছের ছালের রস প্রলেপ দিলে তা ভালো হয়।

চুলের বৃদ্ধিতে

দোপাটি ফুলের নির্যাস দিয়ে চুল ধুলে চুলের বৃদ্ধি ভালো হয়। এই পদ্ধতি ভিয়েতনামের মানুষ অনুসরণ করে থাকে

শ্বাসের সমস্যায়

দোপাটি ফুল গাছের শিকড়ের ছাল গুঁড়ো করে তা চুরুটের মতো খেলে শ্বাসের সমস্যা ভালো হয়

ছ্যাঁকাপোড়ায়

দোপাটি পাতার রস ছ্যাকা লাগলে বা পুড়ে গেলে তাতে ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

বদহজম ও কোষ্ঠকাঠিন্যে

কোরিয়ায় এই গাছের ব্যবহার হয় ব্যাপক ভাবে। তারা বদহজম কমাতে ও কোষ্ঠকাঠিন্য সারাতে এই গাছের প্রয়োগ করে থাকে।

অর্শ্বরোগে

দোপাটি গাছের পাতা সিদ্ধ করে খেলে অর্শ্বরোগ ভালো হয়।

জ্বরে

দোপাটি গাছের মূল সেদ্ধ করে চাল ধোওয়া জলের সঙ্গে খেলে জ্বর কমে।

হাত-পা জ্বালায়

দোপাটির পাতা বেটে প্রলেপ দিলে হাত-পা জ্বালা কমে।

আরও – স্মৃতিশক্তি বাড়াতে কালোজিরের প্রয়োগ কীভাবে করবেন?

বিজ্ঞাপন