Homeশরীরস্বাস্থ্যকর্নাটকে পানি পুরিতে মিলল ক্যানসারের বিষ, বাংলার ফুচকার কী হাল

কর্নাটকে পানি পুরিতে মিলল ক্যানসারের বিষ, বাংলার ফুচকার কী হাল

প্রকাশিত

ফুচকা এবং পানি পুরি পুরোপুরি এক না হলেও কিছু মিল রয়েছে উভয় খাদ্যের মধ্যে। তবে স্থানভেদে দুটোই বেশ জনপ্রিয় তা বলাই বাহুল্য। এর মধ্যে কর্নাটকের খাদ্যসুরক্ষা দফতরের আতস কাঁচের তলায় এল পানিপুরি। 

অভিযোগের ভিত্তিতে সম্প্রতি কর্নাটকে ২৬০টি পানিপুরির নমুনা পরীক্ষা করেছে খাদ্য সুরক্ষা দফতর। তাতে দেখা যাচ্ছে ২২ শতাংশ পানি পুরি খাদ্যসুরক্ষার মাপকাঠি ছুঁতে পারেনি। অত্যাধিক কৃত্রিম রং ও রাসায়নিক মেশানো হয়েছে এই পানি পুরিগুলিতে। নিয়মিত খাওয়ার ফলে মানুষের শরীরে ক্যান্সারজনিত বিপদের সম্ভাবনা থেকে যাচ্ছে বলে খাদ্য সুরক্ষা দফতর জানিয়েছে। 

কী কী রসায়নিক রয়েছে পনি পুরিতে?

খাদ্যসুরক্ষা দফতরের গবেষকরা জানিয়েছেন, একাধিক শরীরের পক্ষে ক্ষতিকর রাসায়নিক রয়েছে এই পানি পুরিতে। পরীক্ষাগারে দেখা গিয়েছে, ব্রিলিয়ান্ট ব্লু, টারট্রাজান ও সানসেট ইয়েলোর মতো রং মেশানো হয়। এই রংগুলি যে শুধু পেটের ক্ষতি করে না, ক্যানসারের মতো রোগের কারণ হতে পারে। অর্থাৎ কারসিনোজেনিক এলিমেন্ট রয়েছে এর মধ্যে।

হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে অন্তত ৮৭ জনের মৃত্যু

একাধিক অভিযোগ খাদ্যসুরক্ষা দফতরে

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খাদ্যসুরক্ষা কমিশনার কে শ্রীনিবাসন জানান, রাজ্যের একাধিক জায়গা থেকে অভিযোগ জমা পড়ে খাদ্য সুরক্ষা দফতরে। এরপরই পানি পুরি নিয়ে খতিয়ে দেখার জন্য সক্রিয় হন তাঁরা। বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়। তার পর তা গবেষণাগারে নিয়ে যাচাই করা হয়। তখনই ক্ষতিকর রসায়নিক ব্যবহারের বিষয়টি নজরে আসে। 

এ ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়ার হুশিয়ারি দিয়েছে খাদ্য সুরক্ষা দফতর। কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও জানিয়েছেন সরকারে পক্ষ থেকেও এ নিয়ে কড়া পদক্ষেপ করা হবে। 

গোবি মাঞ্চুরিয়ানও নিষিদ্ধ হয়েছিল

এর আগে খাদ্য সুরক্ষা আইনে গোবি মাঞ্চুরিয়ান নিষিদ্ধ হয়েছিল। খাবারটি বিশেষ এক লালা রং ব্যবহার করা হয়। যেটি ছিল রেডমাইন বি নামের এক রাসায়নিক। এটির ফলেও ক্যানসার হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের পক্ষ থেকে গোবি মাঞ্চুরিয়ানও নিষিদ্ধ করা হয়। 

কে এই ‘বিশ্ব হরি ভোলে বাবা’? যাঁর ‘সৎসঙ্গে’ এসে হাথরসে প্রাণ গেল ১০৭ জনের

বাংলার ফুচকার কী হাল

বাংলার ফুচকা নিয়ে নানা অভিযোগ রয়েছে। তা বানানোর সময় যথাযথ স্বাস্থ্যবিধি পালন করা হয় না। অপরিষ্কার জল ব্যবহার করা হয় তৈরির সময়। যদিও এ নিয়ে একাধিকবার সক্রিয় হয়েছে পুরসভা। তবে আশঙ্কা থেকে যাচ্ছে ফুচকা নিয়ে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

দিল্লিতে ১৫% মৃত্যুর কারণ বায়ু দূষণ, চাঞ্চল্যকর তথ্য উঠে এল গবেষণায়

২০২৩ সালে দিল্লিতে প্রতি সাতটি মৃত্যুর একটির কারণ বায়ুদূষণ, জানাল ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর রিপোর্ট। দূষণে বছরে প্রায় ১৭,২০০ মানুষের মৃত্যু এবং ৪.৯ লক্ষ বছরের সুস্থ জীবন নষ্ট হয়েছে, দাবি গবেষকদের।

বাংলাদেশি সন্দেহে কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে মারধর! বিএসএফের বিরুদ্ধে অভিযোগ দায়ের নদিয়ায়

বাংলাদেশি সন্দেহে নদিয়ার এক কৃষককে চায়ের দোকান থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ বিএসএফের বিরুদ্ধে। জখম কৃষক রফিকুল মোল্লা থানায় লিখিত অভিযোগ করেছেন, ঘটনার পর উত্তেজনা ছড়িয়েছে চাপড়া সীমান্তে।

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

আরও পড়ুন

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।

শীতের সুপারফুড বিট: রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল করে, কমায় হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

শীতকালে নিয়মিত খেতে পারেন সুপারফুড বিট। এতে থাকা আয়রন, ভিটামিন সি ও ফাইবার রক্ত বাড়ায়, ত্বক উজ্জ্বল রাখে, হজমশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এমনকি হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকিও কমায়।

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

বাঙালির প্রিয় মুড়ি, চিঁড়ে ও খই শুধু দেশি খাবার নয়, এগুলিতে আছে অসাধারণ পুষ্টিগুণ। ওজন নিয়ন্ত্রণ থেকে ক্যানসার প্রতিরোধ— জানুন এই তিন ঐতিহ্যবাহী খাবারের স্বাস্থ্য উপকারিতা।