Home শরীরস্বাস্থ্য দীর্ঘ সময় ধরে কেমোথেরাপির সিসপ্লাটিন ওষুধ কী সমস্যা সৃষ্টি করছে ক্যানসার রোগীদের...

দীর্ঘ সময় ধরে কেমোথেরাপির সিসপ্লাটিন ওষুধ কী সমস্যা সৃষ্টি করছে ক্যানসার রোগীদের শরীরে

0

মৌ বসু

মারণরোগ ক্যানসারের নাম শুনলেই প্রত্যেকের মনে এক বিশাল ভয়ের উদ্রেক হয়। সাম্প্রতিক একটি গবেষণা রিপোর্টে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে একটানা কেমোথেরাপির ওষুধ খেলে ক্যানসার রোগীদের মারণ রোগকে প্রতিরোধ করলেও শ্রবণশক্তির সমস্যা এমনকি বধিরতা দেখা দিচ্ছে। ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন অঙ্কোলজি (American Medical Association Oncology) নামক জার্নালে।

একদল টেস্টিকুলার ক্যানসার রোগীর ওপর গবেষণা চালানো হয়। তাঁরা গড়ে ১৪ বছর ধরে সিসপ্লাটিনভিত্তিক কেমোথেরাপির চিকিৎসা নেন। গবেষণায় দেখা গেছে, ৭৮% ক্যানসার রোগীর বধিরতার সমস্যা দেখা দিচ্ছে যা তাঁদের দৈনন্দিন জীবনচর্চায় বাধা সৃষ্টি করছে।

ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার মেডিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক রবার্ট ফ্রিশিনা ও গবেষক ভিক্টোরিয়া সাঞ্চেজ জানান, ব্লাডার, ফুসফুস, ঘাড় ও টেস্টিকুলার ক্যানসারের ক্ষেত্রে কেমোথেরাপির জন্য সিসপ্লাটিন ওষুধ ব্যবহার করা হয়। এই ওষুধ ইন্ট্রাভেনাস ইনজেকশনের মাধ্যমে রোগীর শরীরে ঢোকানো হয়।

ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরের বিভিন্ন অঙ্গে প্রভাব পড়ে। সবচেয়ে বেশি পরিমাণে প্রভাব কানে পড়ে। কারণ, কান ওষুধ বের করে দিতে পারে না। কানে দীর্ঘ সময় ধরে ওষুধ জমা হয়। শ্রবণশক্তির সমস্যা দেখা যায়। শোনার জন্য গুরুত্বপূর্ণ সেনসরি কোষ ধ্বংস হয়ে যায়। স্থায়ীভাবে বধিরতার সমস্যা দেখা যায়।

গবেষকরা মনে করেন, সিসপ্লাটিন ওষুধের ডোজ ও প্রয়োগের সময় নিয়ে ক্যানসার বিশেষজ্ঞদের ভাবার সময় এসে গেছে।

আরও পড়ুন

জাঙ্ক ফুড ও প্রসেস করা খাবারের বিজ্ঞাপন বিভ্রান্তিকর, ভারতে বাড়ছে স্থুলতা ও ডায়াবেটিস, চাঞ্চল্যকর তথ্য সরকারি সমীক্ষায়

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version