ওয়েবডেস্ক: যৌনক্রীড়ার ধরনভেদ হতে পারে। তবে সেটা যে ভাবেই হোক, এই শারীরিক পদ্ধতি সম্পাদনে শরীরের ক্যালোরি খরচ হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেটা কত?
আধুনিক চিকিৎসা বি়জ্ঞানে প্রতিটা বিষয়েরই সুনির্দিষ্ট উপসংহারে পৌঁছানোর প্রবণতা উত্তরোত্তর বাড়ছে। ফলে সেক্স করার জন্য কতটা ক্যালোরির ব্যয় হচ্ছে, সে বিষয়েও চিকিৎসা বিজ্ঞান পরীক্ষা-পর্যবেক্ষণ চালানো থেকে বিরত নেই। সম্প্রতি একটি গবেষণায় দাবি করা হয়েছে, ঠিক কতক্ষণ যৌনক্রীড়ার জন্য কত পরিমাণ ক্যালোরি খরচ হয় স্ত্রী-পুরুষ উভয়ের শরীর থেকে।
ওই গবেষণা জানাচ্ছে, সাধারণত সেক্সে করার সময় প্রতি মিনিটে ৫ ক্যালোরি খরচ হয়। যে হিসাবে দাঁড়াচ্ছে যৌনক্রীড়ার সময় প্রতি এক ঘণ্টায় গড়ে ৩০০ ক্যালোরির খরচ হওয়াটাই স্বাভাবিক। তবে সুসংগত যৌনক্রীড়ার গড় মেয়াদ মোটেই এক ঘণ্টা নয়। সেটা অনেকটাই কম। ঠিক কতক্ষণ?
আরও পড়ুন: ৯টি সময়ে সেক্স করা ঠিক নয়, জেনে নিন কারণ
বেশির ভাগ ক্ষেত্রেই স্ত্রী-পুরুষের যৌনক্রীড়া স্থায়ী হয় গড়ে ১৩ মিনিট করে। ফলে ১৩ মিনিটে বড়োজোর ৬৫ ক্যালোরি খরচ হতেই পারে!