ক্রমশ নীরব মহামারীর আকার নিচ্ছে হাইপার টেনশনের সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, গোটা বিশ্বে ১.২৮ বিলিয়ন মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। ভারতে ২২ কোটি মানুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন।
এরমধ্যে মাত্র ১২% উচ্চ রক্তচাপ রোগী ওষুধ খেয়ে তাঁদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছেন। হাইপার টেনশন হার্টের অসুখ, স্ট্রোক, কিডনির সমস্যা, অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়।
ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে-৫ গবেষণা রিপোর্টে দাবি করা হয়েছে, ১৫ বছরের ঊর্ধ্বে ২১.৩% মহিলা আর ২৪% পুরুষ উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। তবে অনেকেই নিজেদের শারীরিক সমস্যার কথা জানেন না।
বায়ুদূষণের পাশাপাশি অলস জীবনযাপন, মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা, নোনতা প্যাকেটজাত মুখরোচক খাবার খাওয়ার ফলে বাড়ছে উচ্চ রক্তচাপের সমস্যা। প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপের সমস্যার কোনো উপসর্গ দেখা যায় না তাই তা নীরবে প্রাণঘাতী আকার নিচ্ছে। উচ্চ রক্তচাপ ২ রকমের হয়। বয়স, অলস জীবনযাপন, ভুলভাল খাওয়া দাওয়ার কারণে প্রাইমারি হাইপার টেনশন হয়।
কিডনির অসুখ, হরমোনের নিঃসরণে তারতম্য, ঘুমের সমস্যা, ওষুধ খাওয়ার ফলে সেকেন্ডারি হাইপার টেনশন হয়। ভারতে ৪০ বছরের কমবয়সি ৩০% মানুষ হাইপার টেনশনে ভুগছেন।