আইআইটি বোম্বের সাফল্যের মুকুটে যোগ হল নয়া পালক। রোগীদের সুচ ফোটানোর যন্ত্রণা থেকে মুক্তি দিতে অভিনব উপায় বের করেছেন আইআইটি বোম্বের একদল গবেষক। তাঁরা শক ওয়েভভিত্তিক সুচবিহীন সিরিঞ্জ তৈরি করেছেন। তাঁদের দাবি, এই পদ্ধতিতে রোগীদের কোনো যন্ত্রণাও হবে না। শরীরে নিরাপদে ওষুধ ঢুকবে। ত্বকের কম ক্ষতি হবে আর সংক্রমণের কম আশঙ্কা থাকে।
আইআইটি বোম্বের এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক প্রিয়ঙ্কা হানকারের নেতৃত্বে এই গবেষণা চালানো হয়। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ‘জার্নাল অফ বায়োমেডিক্যাল মেটেরিয়াল্স অ্যান্ড ডিভাইসেস’-এ (Journal of Biomedical Materials & Devices)।
আইআইটির গবেষকদের দাবি, অনেক মানুষেরই সুচ ফোটানোর ভয় থাকে। সে জন্য অনেকে টিকা নিতে চান না। চিকিৎসায় ঘাটতি থেকে যায় তাঁদের। শকওয়েভভিত্তিক এই সুচবিহীন সিরিঞ্জে ত্বক ফুটো করতে হয় না। হাই এনার্জি প্রেসার ওয়েভ বা শক ওয়েভ শব্দের চেয়েও বেশি গতিতে ত্বকের ভেতরে ঢুকে যায়। দ্রুত ওষুধ ঢোকানোর জন্য বিশেষ ভাবে তৈরি শক সিরিঞ্জ, যাতে ত্বকের কোনো ট্রমা না হয়। নজেলের ডিজাইন এমন ভাবে করা হয়েছে যাতে মাত্র একটা চুলের মতো ত্বকে ছিদ্র হয় ওষুধ ঢোকানোর সময়।
সিনথেটিক ত্বকের ওপর লাগাতার গবেষণা চালানো হয়। গবেষকরা ৩টি ভিন্ন পরীক্ষা চালান। ৩টি আলাদা আলাদা ওষুধ প্রয়োগ করা হয় ইঁদুরের শরীরে। হাই পারফরম্যান্স লিকুইড ক্রোম্যাটোগ্রাফি পদ্ধতিতে ইঁদুরের রক্ত ও টিস্যুর ওপর ওষুধের প্রভাব কেমন হয়েছে তা নিয়ে গবেষকরা নিরন্তর গবেষণা চালান।