Homeশরীরস্বাস্থ্যপ্লাস্টিকের বোতলে জল খাচ্ছেন? অজান্তেই কী বিপদ ডেকে আনছেন জানেন?

প্লাস্টিকের বোতলে জল খাচ্ছেন? অজান্তেই কী বিপদ ডেকে আনছেন জানেন?

প্রকাশিত

অসুখ করলে ডাক্তারের পরামর্শ মেনে আমরা অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে থাকি। কিন্তু ইদানীং অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে অ্যান্টিবায়োটিক খেলেও অসুখ সারতে দেরি হচ্ছে। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ স্বশাসিত সংস্থা পঞ্জাবের মোহালির ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজি (আইএনএসটি) এর বিজ্ঞানীরা তাঁদের গবেষণায় প্রমাণ পেয়েছেন, সিঙ্গল ইউজ প্লাস্টিকের বোতল থেকে ন্যানোপ্লাস্টিকের কণা মানুষের শরীরে ঢুকছে। যার ফলে অ্যান্টিবায়োটিক রেজিজট্যান্ট অর্থাৎ অ্যান্টিবায়োটিক প্রতিরোধক্ষমতা তৈরি হচ্ছে। ফলে অ্যান্টিবায়োটিক ওষুধ প্রত্যাশামতো কাজ দিচ্ছে না। ন্যানোস্কেল (Nanoscale) নামক জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা রিপোর্ট। 

মানবশরীরের পাশাপাশি পরিবেশে ন্যানোপ্লাস্টিক ও মাইক্রোঅর্গানিজমরা উপস্থিত থাকে। গবেষকদের গবেষণার বিষয় ছিল কী ভাবে তা মানুষের স্বাস্থ্যর ওপর প্রভাব ফেলে। ইনস্টিটিউট অফ ন্যানো সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএনএসটি) গবেষক মণীশ সিং ও তাঁর গবেষকদল পরীক্ষা করে দেখেন কী ভাবে ন্যানোপ্লাস্টিকের কণা ব্যাক্টেরিয়ার কাজকর্মকে প্রভাবিত করে। এ ক্ষেত্রে তাঁরা জোর দিয়েছিলেন মানুষের অন্ত্রে থাকা ল্যাক্টোবেসিলাস অ্যাসিডঅফিলাস (Lactobacillus acidophilus) ব্যাক্টেরিয়ার ওপর। ন্যানোপ্লাস্টিক ভালো ব্যাক্টেরিয়াকে অ্যান্টিবায়োটিক রেজিজট্যান্ট জিনের বহনকারী হিসাবে ব্যবহার করতে পারে কি না ও মানুষের স্বাস্থ্যর ওপর কী প্রভাব ফেলে তা দেখাই ছিল গবেষকদের আসল উদ্দেশ্য। তাঁরা ব্যবহার করেন প্লাস্টিকের জলের বোতল।

বোতলে থাকা পলি-ইথিলিন টেরেফথ্যালেট ন্যানোপ্লাস্টিক ‘ই-কলাই ব্যাক্টেরিয়া’র জিন ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডোফাইলাস ব্যাক্টেরিয়ার শরীরে বহন করে নিয়ে যায়। এই জিনবহনের প্রক্রিয়াকে বলা হয় হরাইজন্টাল জিন ট্রান্সফার। দু’টি পদ্ধতিতে পলি-ইথিলিন টেরেফথ্যালেট ন্যানোপ্লাস্টিক এই জিনবহনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

প্রথম পদ্ধতিতে, পলি-ইথিলিন টেরেফথ্যালেট ন্যানোপ্লাস্টিক সরাসরি ব্যাক্টেরিয়ার স্তর ভেদ করে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিনকে বহন করে নিয়ে যাওয়ার পথ প্রশস্ত করে। দ্বিতীয় পদ্ধতিতে আউটার মেমব্রেন ভেসিকলসের ব্যাক্টেরিয়াল সিক্রিশনের মাধ্যমে জিন ট্রান্সফারের পথ তৈরি করা হয়। ন্যানোপ্লাস্টিক এ ক্ষেত্রে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করে ব্যাক্টেরিয়ার ওপরের স্তরে থাকা জিনকে প্রভাবিত করে ছিদ্র তৈরি করে। আউটার মেমব্রেন ভেসিকলসের ব্যাক্টেরিয়াল সিক্রিশনের মাত্রা বেড়ে যায়। অনেক ক্ষেত্রে আলাদা আলাদা প্রজাতির ব্যাক্টেরিয়ার মধ্যেও অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জিন ট্রান্সফার হয়।

গবেষণায় বলা হয়েছে, ন্যানোপ্লাস্টিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধকারী জিনের সঙ্গে উপকারী ব্যাক্টেরিয়ার পরিচয় করিয়ে দেয়। তার পর ওই উপকারী ব্যাক্টেরিয়াই অ্যান্টিবায়োটিক প্রতিরোধকারী জিনের রিজার্ভর হিসাবে কাজ করে। সংক্রমণের সময় এ সব জিনকেই উপকারী ব্যাক্টেরিয়া বহন করে নিয়ে যায় প্যাথোজেনিক বা সংক্রমণকারী ব্যাক্টেরিয়ার কাছে। ফলে সংক্রমণের সময় অ্যান্টিবায়োটিক ওষুধে আর জব্দ হয় না সংক্রমণকারী ব্যাক্টেরিয়া। তাই বিজ্ঞানীরা ন্যানোপ্লাস্টিক ব্যবহার কমানোর ওপর জোর দিয়েছেন।

সাম্প্রতিকতম

ভারত-ইংল্যান্ড টি২০: হাড্ডাহাড্ডি লড়াইয়ে দলকে জয়ে পৌঁছে দিলেন তিলক বর্মা

ইংল্যান্ড: ১৬৫-৯ (জোস বাটলার ৪৫, ব্রাইডন কার্স ৩১, অক্ষর পটেল ২-৩২, বরুণ চক্রবর্তী ২-৩৮) ভারত:...

রবিবার আবারও ফিরছে মরশুমের শেষ কনকনে শীত

শীত ফিরে আসছে! আগামী দু’তিন দিন কনকনে ঠান্ডার পূর্বাভাস, ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে শীতের আমেজ, সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি ছুঁতে পারে, শীত কমলেও এখনই গরম পড়বে না।

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

আরও পড়ুন

প্রতি দিন এক গ্লাস দুধ খেলে কী হয়? কী তথ্য উঠে এল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

প্রতি বছর অসংখ্য মানুষ কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হন। অত্যন্ত দ্রুত এই ক্যানসার ছড়িয়ে পড়ে...

সূর্যের আলোয় মন থাকে খুশ, মানসিক অবসাদ দূর করে

আমরা প্রত্যেকেই শুনেছি সূর্যের আলো ত্বকের পক্ষে ক্ষতিকর। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, সূর্যের...

হজমে সাহায্য করে, জয়েন্টে ব্যথা কমায়, দিনভর সতেজ রাখে নলেন গুড়

শীত বললেই চোখের সামনে ভেসে ওঠে সুগন্ধি নলেন গুড়। শীতকালে সবাই কমবেশি খাবারের শেষ...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে