Homeশরীরস্বাস্থ্যপূর্ব ভারতে বিরল রোগের চিকিৎসায় আশার আলো, আইপিজিএমইআরে শিশুদের জন্য গঠিত হচ্ছে...

পূর্ব ভারতে বিরল রোগের চিকিৎসায় আশার আলো, আইপিজিএমইআরে শিশুদের জন্য গঠিত হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট ইউনিট

প্রকাশিত

বিরল রোগে আক্রান্ত শিশুদের চিকিৎসায় এক যুগান্তকারী পদক্ষেপ নিতে চলেছে কলকাতার আইপিজিএমইআর (SSKM)। পূর্ব ভারতে বিরল রোগের চিকিৎসার কেন্দ্র (Centre of Excellence – CoE) হিসেবে মনোনীত এই স্বাস্থ্য প্রতিষ্ঠান এবার এমপিএস (Mucopolysaccharidoses) রোগে আক্রান্ত শিশুদের জন্য স্থাপন করতে চলেছে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট (BMT) ইউনিট।

বিশ্ব এমপিএস দিবসে বৃহস্পতিবার এই ঘোষণা করেন নবজাতক বিভাগের প্রধান তথা সেন্টারের নোডাল আধিকারিক সুচন্দ্রা মুখোপাধ্যায়। তিনি জানান, “এমপিএস-এর ১ ও ২ ক্যাটেগরিতে আক্রান্ত শিশুদের জন্য, বিশেষ করে যাঁদের বয়স দু’বছরের নিচে, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি। আমরা সেই দিকেই এগোচ্ছি।”

বর্তমানে শুধু দিল্লির এইমস এবং চণ্ডীগড়ের পিজিআই-তে এমপিএস রোগের জন্য BMT ইউনিট রয়েছে। আইপিজিএমইআর হবে দেশের তৃতীয় প্রতিষ্ঠান, যেখানে এই বিশেষায়িত চিকিৎসা শুরু হতে চলেছে।

এই মুহূর্তে IPGMER CoE-তে এমপিএস-এ আক্রান্ত ২৫ জন শিশু চিকিৎসাধীন, যাঁদের মধ্যে কয়েকজন প্রতিবেশী রাজ্য থেকেও এসেছেন। কিন্তু জাতীয় বিরল রোগ নীতিমালার আওতায় রোগীপ্রতি যে ৫০ লক্ষ টাকা পর্যন্ত এককালীন অনুদান মেলে, তা অনেক ক্ষেত্রেই দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই ৪ জন শিশুর জন্য বরাদ্দ তহবিল ফুরিয়ে গিয়েছে। ফলে বাধ্য হয়ে তাঁদের জন্য কেবলমাত্র সহায়ক চিকিৎসা চালু রয়েছে।

এমপিএস একটি বিরল, বংশানুক্রমিক বিপাকীয় রোগ। বর্তমানে রোগের গতি ধীর করতে এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি (ERT) এবং স্টেম সেল ট্রান্সপ্লান্টের মতো চিকিৎসা পদ্ধতি ব্যবহৃত হয়। গড়ে প্রতি মাসে দুইবার শিশুকে ERT দিতে হয়, যার খরচ সাধারণ পরিবারের নাগালের বাইরে।

মুখোপাধ্যায় জানান, “এটি একটি বংশানুক্রমিক রোগ, তাই আগে থেকেই রোগ নির্ণয় হলে চিকিৎসার ফল ভাল হয়। সে কারণেই আমরা শিশু চিকিৎসকদের জন্য নিয়মিত সচেতনতামূলক প্রশিক্ষণের ব্যবস্থা করছি। পাশাপাশি আইপিজিএমইআরে এবার শুরু হচ্ছে প্রি-নাটাল স্ক্রিনিংও।”

রাজ্যের মধ্যে বিরল রোগের চিকিৎসায় এই উদ্যোগ যে বহু পরিবারের কাছে নতুন আশার দিশা দেখাবে, তা বলাই বাহুল্য।

পড়ুন: হার্ট ভালো রাখতে কোন কোন দুগ্ধজাত খাবার এড়িয়ে চলবেন

সাম্প্রতিকতম

জরুরি নির্গমন দরজার কাছে আসন, আর উপস্থিত বুদ্ধি, তার জোরেই কি বেঁচে গেলেন ব্রিটেনের নাগরিক রমেশ?

এয়ার ইন্ডিয়া AI171 বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২০০-র বেশি মানুষের। কিন্তু অলৌকিকভাবে বেঁচে গেলেন ব্রিটিশ নাগরিক রমেশ বিষ্বাসকুমার, যিনি ছিলেন ১১A সিটে।

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

ভাইরাল হয়েই বিপত্তি, মাসে ৮ লাখ রোজগার করা মুম্বইয়ের অটো ড্রাইভারের ব্যবসা লাটে

মুম্বইয়ে মার্কিন কনস্যুলেটের বাইরে ভিসা প্রার্থীদের ব্যাগ রাখার ব্যবসা শুরু করে মাসে লক্ষাধিক টাকা আয় করছিলেন এক অটোচালক। পুলিশের হস্তক্ষেপে বন্ধ হয়ে গেল সেই উদ্যোগ।

গুজরাতের মেঘানিনগরে ভয়াবহ বিমান দুর্ঘটনা, আগুনে ভস্মীভূত এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান

অহমদাবাদের মেঘানিনগরে ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার যাত্রিবাহী বিমান। ২৪২ জন যাত্রী ও কর্মী ছিলেন বিমানে। দুর্ঘটনার পর আগুন ধরে যায়। চলছে উদ্ধারকাজ।

আরও পড়ুন

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

হজমে আরাম, ক্যানসার প্রতিরোধ, হৃদযন্ত্রও সুস্থ—অবিশ্বাস্য স্বাস্থ্যগুণে ভরপুর স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক

ফাইবার, সালফার, অ্যান্টিঅক্সিড্যান্ট, ও ভিটামিনে ভরপুর স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক দূর করে হজমের সমস্যা, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কমায় ক্যানসারের ঝুঁকি।

তীব্র পিঠের যন্ত্রণা? গবেষণা বলছে, রোজ কিছুক্ষণ বাগানে হাঁটলেই মিলবে আরাম

পিঠের যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? ব্রিটেনের গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য—প্রকৃতির সান্নিধ্যে বাগানে কিছুক্ষণ হাঁটলেই কমে যন্ত্রণা, দূর হয় একাকীত্ব ও মানসিক চাপ।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে