ক্রমশ একা হয়ে পড়ছে গোটা বিশ্ব। প্রতি ৬ জনের মধ্যে ১৭% বা একজন তীব্র একাকীত্বর সমস্যায় ভুগছেন। একাকীত্বই প্রাণ কাড়ছে। প্রতি ঘণ্টায় গোটা বিশ্বে কমপক্ষে ১০০ জনের মৃত্যু হচ্ছে একাকীত্বে ভুগে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু’র রিপোর্টে।
হু’র রিপোর্টে বলা হয়েছে, একাকীত্বর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে শারীরিক ও মানসিক স্বাস্থ্যর ওপর। শক্তপোক্ত ও দৃঢ় সামাজিক বন্ধন সুস্থ ভাবে বাঁচতে ও দীর্ঘ দিন বাঁচতে সহায়তা করে। ২০১৪-২০২৩ সাল পর্যন্ত বছরে ৮,৭১,০০০ মানুষের শুধু একাকীত্বর কারণে মৃত্যু হয়েছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র রিপোর্টে বলা হয়েছে।
হু’র রিপোর্টে বলা হয়েছে, সামাজিক বন্ধনের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে ভাবের আদান-প্রদান করি কিন্তু তার অভাব ঘটলে আমরা সামাজিক ভাবে একা হয়ে যাই। সামাজিক বন্ধন নিয়ে আমাদের চাহিদা আর বাস্তব পরিস্থিতির মধ্যে ফারাক ঘটলে তীব্র যন্ত্রণাদায়ক পরিস্থিতি তৈরি হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ১৩-১৭ বছর বয়সি কমবয়সিরা সবচেয়ে বেশি (২০.৯%) একাকীত্বর সমস্যায় ভোগে। ১৮-২৯ বছর বয়সি ১৭.৪% একাকীত্বর সমস্যায় ভোগেন। কম আয়ের দেশের মানুষের মধ্যে একাকীত্বর সমস্যা তীব্র। প্রতি ৪ জনের মধ্যে একজন তীব্র একাকীত্বের সমস্যায় জর্জরিত। সবচেয়ে বেশি (২৪%) আফ্রিকার মানুষ একাকীত্বর সমস্যায় ভুগছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার ১৮% মানুষ একা। ইউরোপের ১০% মানুষ একাকীত্বর সমস্যায় ভুগছেন।
আরও পড়ুন: আপনি মানসিক অবসাদে ভুগছেন কিনা বলে দেবে সেলফি ক্যামেরা