Homeশরীরস্বাস্থ্যকায়িক পরিশ্রম না করার ফলে বাড়়ছে রোগ, পুরোপুরি সুস্থ নন অর্ধেক ভারতীয়,...

কায়িক পরিশ্রম না করার ফলে বাড়়ছে রোগ, পুরোপুরি সুস্থ নন অর্ধেক ভারতীয়, বলছে রিপোর্ট

প্রকাশিত

ভারতের প্রাপ্তবয়স্ক নাগরিকদের প্রায় ৫০ শতাংশ শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নয় বলে জানিয়েছে সম্প্রতি প্রকাশিত ল্যানসেট গ্লোবাল হেল্থ জার্নালের একটি রিপোর্ট। ২০২২ সাল পর্যন্ত চালানো এই সমীক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পাশাপাশি অংশ নিয়েছিলেন একাধিক আন্তর্জাতিক সংস্থার গবেষকরাও।

রিপোর্ট অনুযায়ী, ভারতের মহিলারা কায়িক শ্রমের নিরিখে পুরুষদের তুলনায় পিছিয়ে রয়েছেন। দেশে ৫৭ শতাংশ মহিলা প্রয়োজন মতো শারীরিক পরিশ্রম করেন না, যা পুরুষদের (৪২ শতাংশ) তুলনায় ১৪ শতাংশ বেশি। গবেষণায় দেখা গিয়েছে, বিশ্বের ৩১.৩ শতাংশ প্রাপ্তবয়স্করাও প্রয়োজন অনুযায়ী কায়িক শ্রম করেন না। চিকিৎসকদের মতে, সুস্থ থাকতে সপ্তাহে কমপক্ষে ১৫০ মিনিট মাঝারি বা ৭৫ মিনিট কঠোর পরিশ্রম করা জরুরি।

২০০০ সালে ভারতের ২২ শতাংশ নাগরিক প্রয়োজনের তুলনায় কম শারীরিক পরিশ্রম করতেন। ২০১০ সালে এই প্রবণতা ১২ শতাংশ বৃদ্ধি পায়। বিশেষজ্ঞদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে ২০৩০ সালে ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক ভারতীয় এই তালিকার অন্তর্ভুক্ত হবেন।

ল্যানসেটের সমীক্ষা ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত বিশ্বের ১৯৭টি দেশে চালানো হয়। এই সমীক্ষা অনুযায়ী, কায়িক পরিশ্রম না করার ফলে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে হৃদরোগ এবং ডায়াবেটিসের সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দাবি করেছে, অলস জীবনযাপনের কারণেই এই অবস্থার সৃষ্টি হচ্ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, কায়িক পরিশ্রম না করার ফলে বিভিন্ন রোগের দাপট বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে হৃদরোগ এবং ডায়াবেটিসের মতো গুরুতর অসুখগুলির সম্ভাবনা বেড়ে যাচ্ছে। সুস্থ থাকতে হলে প্রতিদিনের জীবনযাত্রায় শারীরিক পরিশ্রমকে অন্তর্ভুক্ত করা অত্যন্ত জরুরি।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই অবস্থা চলতে থাকলে ২০৩০ সালের মধ্যে ভারতের প্রাপ্তবয়স্কদের ৬০ শতাংশ শারীরিকভাবে অসুস্থ থাকবেন। এই প্রবণতা রোধ করতে এখন থেকেই সচেতনতা বৃদ্ধি করা এবং শারীরিক পরিশ্রমের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

সাম্প্রতিকতম

শুধুই ক্রিকেটার নন, এক লড়াইয়ের নাম টেম্বা বাভুমা

লর্ডসে ইতিহাস গড়ে টেস্ট চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুধুই ম্যাচ জেতালেন না, জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে মুখ বন্ধ করে দিলেন সমালোচকদের। এই প্রতিবেদন তাঁর লড়াই ও নেতৃত্বের কাহিনি।

উত্তর-দক্ষিণবঙ্গ সংযোগে নতুন দিগন্ত: শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস চালু হচ্ছে ২০ জুন

উত্তর ও দক্ষিণবঙ্গের মধ্যে সরাসরি রেল সংযোগ গড়ে তুলতে চালু হচ্ছে শিয়ালদহ–জলপাইগুড়ি রোড হামসফর এক্সপ্রেস। নশিপুর রেলসেতু হয়ে প্রথম এক্সপ্রেস পরিষেবা।

গরমে শরীর রাখুন ঠান্ডা, তাজা ও সুস্থ: ফলসা খাওয়ার ৬টি দুর্দান্ত উপকারিতা

গরমে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। ভ্যাপসা গরমের মাঝে আবার কখনো সখনো বৃষ্টি হচ্ছে ঝমঝম...

১৬ তারিখ থেকে বর্ষার দাপট, উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও স্বস্তির ইঙ্গিত

১৬ জুন থেকে গোটা পশ্চিমবঙ্গে বাড়বে বৃষ্টি। উত্তরবঙ্গে অতি ভারী ও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রাও নামবে উল্লেখযোগ্যভাবে।

আরও পড়ুন

গরমে শরীর রাখুন ঠান্ডা, তাজা ও সুস্থ: ফলসা খাওয়ার ৬টি দুর্দান্ত উপকারিতা

গরমে তাপমাত্রার পারদ ক্রমশ চড়ছে। ভ্যাপসা গরমের মাঝে আবার কখনো সখনো বৃষ্টি হচ্ছে ঝমঝম...

নীরব মহামারী হয়ে উঠছে হাইপার টেনশন, ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি

বিশ্বে হাইপার টেনশনে ভুগছেন ১.২৮ বিলিয়ন মানুষ। ভারতে আক্রান্ত ২২ কোটির বেশি। মাত্র ১২% রোগী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম, দাবি হু'র।

হজমে আরাম, ক্যানসার প্রতিরোধ, হৃদযন্ত্রও সুস্থ—অবিশ্বাস্য স্বাস্থ্যগুণে ভরপুর স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক

ফাইবার, সালফার, অ্যান্টিঅক্সিড্যান্ট, ও ভিটামিনে ভরপুর স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ শাক দূর করে হজমের সমস্যা, বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা এবং কমায় ক্যানসারের ঝুঁকি।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে