Homeশরীরস্বাস্থ্যহৃদরোগে আকস্মিক মৃত্যু নিয়ে আতঙ্ক! করোনার টিকাকরণের সঙ্গে কোনও যোগ নেই বলেই...

হৃদরোগে আকস্মিক মৃত্যু নিয়ে আতঙ্ক! করোনার টিকাকরণের সঙ্গে কোনও যোগ নেই বলেই জানাল স্বাস্থ্য মন্ত্রক

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সারা দেশে তরুণদের আকস্মিক হৃদরোগে মৃত্যুর ঘটনা বাড়ায় আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে করোনার টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এই ধরনের মৃত্যুর হার বেড়েছে বলে অনেকের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছিল। কিন্তু এদিন সেই জল্পনায় কার্যত ইতি টানল কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

বুধবার (২ জুলাই) একটি সরকারি বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, “আইসিএমআর (ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ) এবং এইমস (AIIMS) দীর্ঘ গবেষণা চালিয়ে নিশ্চিতভাবে জানিয়েছে, করোনার টিকার সঙ্গে আকস্মিক মৃত্যুর কোনও যোগ নেই। ভারতে ব্যবহৃত কোভিড টিকাগুলি সম্পূর্ণ নিরাপদ এবং কার্যকর।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “হৃদরোগে আকস্মিক মৃত্যুর কারণ হতে পারে বহু কিছু— জেনেটিক প্রবণতা, জীবনযাত্রার ধরন, পূর্ববর্তী রোগ এবং করোনার পরবর্তী জটিলতা। তাই টিকা নিয়ে ভয় বা সন্দেহের কোনও কারণ নেই।”

সরকারি তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, “যে সমস্ত বক্তব্য টিকা এবং আকস্মিক মৃত্যুর মধ্যে সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে, সেগুলি বৈজ্ঞানিক সত্যের সঙ্গে মেলে না। বরং এমন তথ্য বিভ্রান্তিকর এবং ভুয়ো।”

প্রসঙ্গত, মাত্র কয়েক দিন আগেই বলিউড অভিনেত্রী শেফালি জরিওয়ালার (৪২) আকস্মিক মৃত্যুর খবর দেশজুড়ে আলোড়ন ফেলেছিল। মুম্বইয়ের বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। স্বামী পারাগ ত্যাগী তাঁকে দ্রুত অন্ধেরির বেলভিউ মাল্টিস্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে খবর, প্রাথমিকভাবে শেফালির মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাকের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা। ধারণা করা হচ্ছে, আচমকা রক্তচাপ কমে যাওয়ার ফলেই এই মৃত্যু। পুলিশের তরফে জানানো হয়েছে, কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের ইঙ্গিত মেলেনি। ময়নাতদন্তের রিপোর্ট এখনও আসেনি।

২০২০ সালের পর থেকেই দেশে একের পর এক তরুণ-তরুণীর আকস্মিক হৃদরোগে মৃত্যুর ঘটনা জনমনে আতঙ্ক তৈরি করেছে। বহু ক্ষেত্রে সন্দেহের তীর ছিল করোনার টিকার দিকেই। কিন্তু এবার সরকারি স্তর থেকে স্পষ্ট বার্তা— টিকার সঙ্গে এসব ঘটনার কোনও বৈজ্ঞানিক সংযোগ নেই।

আরও পড়ুন: বিশ্বজুড়ে প্রতি ঘণ্টায় ১০০ জনের মৃত্যু একাকীত্বে, হু-র চাঞ্চল্যকর রিপোর্ট

সাম্প্রতিকতম

মুখ্যসচিবের বৈঠকেও অনড় যোগ্য চাকরিহারারা, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের ডেডলাইন দিলেন আন্দোলনকারীরা

মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠকেও মেলেনি সমাধান। যোগ্য-অযোগ্যদের তালিকা রাতের মধ্যেই প্রকাশের দাবি তোলেন চাকরিহারারা। তালিকা না প্রকাশ হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি।

বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ তকমা! দিল্লিতে ধর্নায় তৃণমূল, সিএএ নিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর মন্তব্যে নতুন বিতর্ক

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বৈধ নথি থাকা সত্ত্বেও বাংলাভাষীদের 'বাংলাদেশি' বলা হচ্ছে বলে অভিযোগ তৃণমূলের। দিল্লির জয়হিন্দ কলোনিতে ধর্নায় সাংসদরা, পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খোলা প্রাক্তন মিস পুদুচেরি সান রেচালের রহস্যমৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান

মাত্র ২৬ বছর বয়সে আত্মহত্যা করলেন প্রাক্তন মিস পুদুচেরি ও মডেল সান রেচাল। বর্ণবৈষম্যের বিরুদ্ধে মুখ খুলে আলোচনায় এসেছিলেন তিনি। মানসিক চাপই কি কারণ?

খাফরের পিরামিডের নীচে লুকনো শহর! স্ফিংক্সের নীচে গোপন চেম্বারের হদিশ

গিজার পিরামিডের নীচে বিশাল গোপন শহরের সন্ধান! সোনার স্ক্যানে মিলল স্ফিংক্সের নীচে গোপন চেম্বার ও ঘোরানো সিঁড়ির হদিশ। গবেষণায় চমকে উঠেছেন মিশরবিদরা।

আরও পড়ুন

অতিরিক্ত নুন খেয়ে নীরব মহামারি ডেকে আনছেন ভারতীয়রা! আইসিএমআরের গবেষণায় নতুন সতর্কবার্তা

আইসিএমআরের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত নুন খাওয়ার কারণে ভারতে হাইপারটেনশন, হার্টের রোগ ও কিডনির অসুখ বাড়ছে। শহরবাসী দৈনিক ৯.২ গ্রাম নুন খাচ্ছেন যেখানে হু-র সীমা ৫ গ্রাম।

ব্রেস্ট ক্যানসার থেকে হৃদরোগ! টোফু খাওয়ার উপকারিতা জানেন?

ভেগান খাবার হিসেবে টোফুর চাহিদা বাড়ছে। ক্যানসার প্রতিরোধ থেকে শুরু করে হাড় মজবুত রাখা, কোলেস্টেরল কমানো, ওজন নিয়ন্ত্রণ—সবেতেই কার্যকর এই সয়া পনির। জানুন টোফুর সমস্ত উপকারিতা।

ডায়াবেটিসে কোষনাশের নেপথ্যে অ্যামিলিন! নতুন তথ্য দিল আইআইটি-র গবেষণা

ডায়াবেটিসে অ্যামিলিন হরমোন কোষে ক্ষতিকর ক্লাম্প তৈরি করে। আইআইটি বোম্বে, কানপুর ও কলকাতার গবেষণায় উঠে এল কোষের গঠন নষ্টের পেছনে নতুন কারণ। গবেষণা প্রকাশিত জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটিতে।