Homeশরীরস্বাস্থ্যমুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

মুড়ি, চিঁড়ে, খই— দেশি খাবারেই লুকিয়ে স্বাস্থ্যরহস্য

প্রকাশিত

মৌ বসু

বাঙালির অল টাইম ফেভারিট হল মুড়ি। আড্ডাপ্রিয় বাঙালির মুড়ি-চানাচুর, মুড়ি-বাদাম, মুড়ি-বাতাসা, ঝালমুড়ি, মশলামুড়ি, তেলেভাজা মুড়ি, ডাল দিয়ে মুড়ি ছাড়া হয় না। চাল থেকেই তৈরি হয় মুড়ির পাশাপাশি চিঁড়ে, খই-ও। কিন্তু উৎসব পার্বণ ছাড়া খই বা চিঁড়ে খাওয়ার প্রচলন সেভাবে আর নেই। রোল, প্যাটিস, কেক, পিৎজার মতো বিদেশি খাওয়ার জাঁতাকলে হারিয়ে যাচ্ছে মুড়ি, চিঁড়ে ও খই খাওয়ার অভ্যাস। অথচ এসব দেশি খাবার শুধু পুষ্টিকরই নয় তা ওজন নিয়ন্ত্রণে রাখতে, কোষ্ঠকাঠিন্য দূর করতে, অর্শ ও ক্যানসার প্রতিরোধ করতে পারে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে তা।

মুড়িকে ইংরেজিতে বলে পাফড রাইস। মুড়িতে কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালশিয়াম, লোহা, ভিটামিন, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, তামা, দস্তা, ফাইবার ও এনার্জি থাকে। মুড়ি সহজপাচ্য খাবার। দুধ বা দইয়ের সঙ্গে খেলে পুষ্টিগুণ বেড়ে যায়। পেটের সংক্রমণ হলে যে টক্সিন তৈরি হয় তা শুষে নেয় মুড়ি। ফলে জলে ভেজানো মুড়ি খেতে বলা হয়। ডায়েটকন্ট্রোলে মুড়ি আদর্শ। কম ক্যালরি ঢোকে। সহজেই পেট ভরে যায়। পাকস্থলীর অ্যাসিড কমিয়ে দেয় মুড়ি। মুড়ি হজমশক্তি বাড়ায়। মুখে রুচি আসে। তবে গ্লাইসেমিক ইনডেক্স বেশি থাকে বলে ডায়াবেটিস রোগীরা কম মুড়ি খাবেন।

আরও পড়ুন: রাতে ঘুমোতে যাওয়ার আগে জিরে ভেজানো জল খাবেন কেন? জানুন আশ্চর্য উপকারিতা

চিঁড়ের ইংরেজি নাম হল ফ্ল্যাটেনড রাইস।কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালশিয়াম, সেলেনিয়াম, লোহা, ভিটামিন, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, তামা, দস্তা, ফাইবার ও এনার্জি থাকে চিঁড়েতে। কোনো ফ্যাট বা কোলেস্টেরল থাকে না চিঁড়েতে। উচ্চ রক্তচাপ ও হার্টের রোগীদের পক্ষে চিঁড়ে খাওয়া ভালো। সহজপাচ্য খাবার চিঁড়ে ডায়েটকন্ট্রোলে আদর্শ। অল্প খেলেই পেট ভরে যায়। তবে চিঁড়ে খুব ভালো করে ধুয়ে খাবেন।

ইংরেজিতে খইকে বলে পপড রাইস। খইয়ে মেলে এনার্জি, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ক্যালশিয়াম, লোহা, ভিটামিন। কোনো কোলেস্টেরল থাকে না। ডায়েটকন্ট্রোল করলে দইয়ের সঙ্গে খই খান। এছাড়াও ওজন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে খই। ক্যানসার প্রতিরোধ করতে পারে খই।

আরও পড়ুন: শহুরে ভারতীয়রা মিষ্টিপ্রেমী হয়ে উঠেছে! সমীক্ষায় চাঞ্চল্যকর তথ্য

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণ! আশপাশের গাড়িতেও আগুন, ১০জনের মৃত্যু

দিল্লির লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণ! গাড়িতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের ৩–৪টি গাড়িতে। আহত বহু মানুষ। ঘটনার পর এলাকায় ছড়ায় আতঙ্ক। বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ভয়াবহ খরায় বিপর্যস্ত ইরান! জলের অভাবে তেহরান খালি করার ‘হুঁশিয়ারি’ প্রেসিডেন্টের

ইরানে ভয়াবহ খরার পরিস্থিতি। রাজধানী তেহরানের জলাধার প্রায় শূন্য, বৃষ্টিপাত ৯২% কম। প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের আশঙ্কা—পরিস্থিতি না সামলালে তেহরান খালি করতে হতে পারে। সরকার জলের রেশনিং ও জরিমানা ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নিয়েছে।

গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত চক্ষু অস্ত্রোপচার শিবির ২৩ ডিসেম্বর থেকে

খবর অনলাইন ডেস্ক: জীবন্ত ঈশ্বরের আরাধনায়, অসহায় আত্মজনের সেবায়…। গড়িয়া সহমর্মী সোসাইটি আয়োজিত ‘বিনা...

আরও পড়ুন

স্মার্টফোন আসক্তিতে বাড়ছে মনঃসংযোগহীনতা ও মানসিক অস্থিরতা, ‘পপকর্ন ব্রেন’র সমস্যায় ভুগছেন না তো?

রিল ভিডিওর প্রতি অতিরিক্ত আসক্তি বাড়াচ্ছে মনঃসংযোগের ঘাটতি ও মানসিক অস্থিরতা। চিকিৎসা পরিভাষায় একে বলা হয় ‘পপকর্ন ব্রেন’। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার মস্তিষ্ককে করে তুলছে চঞ্চল ও ক্লান্ত।

ডার্ক চকোলেট ও আঙুর খেলে বাড়ে স্মৃতিশক্তি! কমে মানসিক উদ্বেগ ও উৎকণ্ঠা

নিয়মিত ডার্ক চকোলেট ও বেরি খেলে স্মৃতিশক্তি বাড়ে, কমে মানসিক উদ্বেগ—জানালেন জাপানের Shibaura Institute of Technology-এর গবেষকরা। প্রকাশিত হয়েছে Current Research in Food Science জার্নালে।

অতিরিক্ত লঙ্কা খাওয়ায় ক্যানসারের ঝুঁকি! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

ঝাল খাবার খেতে ভালোবাসেন? সাবধান! নতুন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত লঙ্কা খেলে পাকস্থলী, কোলোন ও খাদ্যনালীর ক্যানসারের ঝুঁকি বাড়ে। তবে সীমিত পরিমাণে খেলে লঙ্কা শরীরের পক্ষে উপকারী।