রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পিজিটিদের (পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি) এককভাবে অস্ত্রোপচার করার উপর নিষেধাজ্ঞা আরোপ করল স্বাস্থ্যদপ্তর। শনিবার রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের সুপার, উপাধ্যক্ষ এবং অধ্যক্ষদের উদ্দেশ্যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই কড়া বার্তা পাঠানো হয়েছে।
অপারেশনে সিনিয়র চিকিৎসক আবশ্যক
নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, কোনও অবস্থাতেই পিজিটি চিকিৎসকদের এককভাবে অস্ত্রোপচার করতে দেওয়া যাবে না। সিনিয়র চিকিৎসকদের উপস্থিতি ছাড়া কোনও অস্ত্রোপচার পরিচালনা করা যাবে না। একইসঙ্গে, রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজের অপারেশন থিয়েটারের বাইরে সিসি ক্যামেরা লাগানোরও নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নির্দিষ্টভাবে বোঝা যায় কারা অপারেশন থিয়েটারে প্রবেশ করছেন।
কেন এই কড়া নির্দেশিকা?
স্বাস্থ্যদপ্তরের মতে, সাম্প্রতিক সময়ে বেশ কিছু মর্মান্তিক মৃত্যুর ঘটনা এই নির্দেশিকার কারণ। যেমন, কলকাতা মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর তদন্তে দেখা গিয়েছিল যে, অপারেশন চলাকালীন কোনও সিনিয়র চিকিৎসক উপস্থিত ছিলেন না। শুধুমাত্র পিজিটি চিকিৎসকরাই দায়িত্ব পালন করেছিলেন।
চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজের আরেকটি ঘটনায়, তৃতীয় বর্ষের এক পিজিটি একা অপারেশন করেছিলেন, যার ফলে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ ওঠে।
সিনিয়রদের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন
তদন্তে আরও দেখা গিয়েছে যে, দুপুরের পর থেকে অনেক সিনিয়র সার্জন আর হাসপাতালে থাকেন না। তাঁরা নিজেদের প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত হয়ে পড়েন এবং অপারেশন থিয়েটারের গুরুদায়িত্ব পিজিটিদের উপর চাপিয়ে দেন। স্বাস্থ্যদপ্তরের মতে, এটি শুধু রোগীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে না, বরং পিজিটিদের পেশাগত ভবিষ্যতেও প্রভাব ফেলে।
স্বাস্থ্যদপ্তরের বার্তা
স্বাস্থ্যদপ্তরের শীর্ষকর্তারা এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে চায়। তাঁদের বক্তব্য, প্রতিটি রোগীর জীবন অমূল্য, তাই কোনওভাবেই অপারেশনের সময় প্রয়োজনীয় দায়িত্বে অবহেলা মেনে নেওয়া হবে না।
সিসি ক্যামেরার ভূমিকা
নির্দেশিকায় সিসি ক্যামেরা স্থাপনের গুরুত্বও উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে অপারেশন থিয়েটারের কার্যকলাপ পর্যবেক্ষণ করা যাবে এবং ভবিষ্যতে এমন অনিয়ম রোধ করা সম্ভব হবে।
স্বাস্থ্যদপ্তরের এই কড়া পদক্ষেপে চিকিৎসকরা জবাবদিহি করতে বাধ্য হবেন এবং রোগীর নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারি সংস্থায় স্টাইপেন্ড-সহ ইন্টার্নশিপ করার সুযোগ, কী ভাবে করবেন রেজিস্ট্রেশন