গোটা দেশেই উল্লেখযোগ্য হারে বাড়ছে মারণরোগ ক্যানসার। ভারতীয়রা মুখগহ্বর, ঠোঁট ও ব্রেস্ট ক্যানসারে বেশি করে আক্রান্ত হচ্ছে। পুরুষদের মধ্যে মুখগহ্বর ও ঠোঁটের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা যেখানে বেশি সেখানে মহিলারা বেশি সংখ্যায় ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হচ্ছেন। আইসিএমআর-ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ ইনফর্মেটিক্স অ্যান্ড রিসার্চের করা যৌথ গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ইক্যানসার জার্নালে। এদিকে, গত বুধবারই ল্যানসেটের জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতেই সবচেয়ে বেশি মুখগহ্বরের ক্যানসারে আক্রান্তর সংখ্যা। ধোঁয়াবিহীন তামাক সেবন, গুটকা, খৈনি, সুপুরি যথেচ্ছ হারে খাওয়ার কারণে বাড়ছে মুখগ্বহরের ক্যানসার।
ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যানসারের করা গবেষণা রিপোর্ট প্রকাশিত হয়েছে ল্যানসেট অনকোলজি জার্নালে। গবেষণায় দেখা গেছে, ২০২২ সালে গোটা বিশ্বে ৩,৮৯,৮০০ জন রোগীর মধ্যে
১ লাখ ২০ হাজার মুখগহ্বরের ক্যানসারে আক্রান্তর জন্য দায়ী তামাক সেবন ও সুপুরি খাওয়া। এরমধ্যে ৮৩,৪০০ জন রোগী রয়েছেন ভারতেই। তামাক ও সুপুরি খাওয়ার কারণে হওয়া মুখগহ্বরের ক্যানসারে আক্রান্তর ৯৫%-ই মাঝারি থেকে কম আয়ের দেশের বাসিন্দা। ভারতের পরেই তালিকায় আছে বাংলাদেশ (৯,৭০০), পাকিস্তান (৮,৯০০), চিন (৩,২০০), মায়ানমার (১,৬০০), শ্রীলঙ্কা (১,৩০০), ইন্দোনেশিয়া (৯৯০) ও তাইল্যান্ড (৭৮৫)।
ল্যানসেটের মতোই আইসিএমআরের গবেষণায় দেখা গেছে, ভারত ছাড়াও ব্রাজিল, চিন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশের মানুষের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়া, জীবনযাপনে তার প্রভাব ও মৃত্যুর হার নিয়ে গবেষণা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, রাশিয়ায় পুরুষ এবং মহিলাদের মধ্যে নতুন করে ক্যানসারে আক্রান্ত হওয়ার হার সবচেয়ে বেশি। রাশিয়ায় পুরুষদের মধ্যে প্রস্টেট, ফুসফুস ও কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। ভারতে পুরুষদের মধ্যে মুখগহ্বর ও ঠোঁটের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। চিনে মহিলাদের ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। দক্ষিণ আফ্রিকায় পুরুষ এবং মহিলাদের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার পর মৃত্যুর হার সবচেয়ে বেশি। রাশিয়ায় পুরুষদের মধ্যে ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেশি। ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশের মধ্যে ভারত ছাড়া বাকি দেশে ফুসফুসের ক্যানসারে আক্রান্তদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। তবে ভারতে সবচেয়ে বেশি প্রাণ কাড়ে ব্রেস্ট ক্যানসার। Cancer Epidemiology জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা গেছে, গোটা বিশ্বে ক্যানসারে মৃত্যুর নিরিখে ৪২% হয় ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশে। আগামী দিনে দক্ষিণ আফ্রিকা ও ভারতে নতুন করে ক্যানসারে আক্রান্ত হওয়া ও ক্যানসারে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।