ভারতে ক্রমশ বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। শুধু বয়স্করাই নয়, কমবয়সিরাও আজকাল ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। জীবনযাপনে উচ্ছৃঙ্খলতা ও খাদ্যাভ্যাসে পরিবর্তনের কারণে কমবয়সিরাও আজকাল ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ভারতীয়দের জন্য কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর, ICMR) ও মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন (এমডিআরএফ) যৌথ ভাবে চেন্নাইয়ে ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাঙ্ক তৈরি করেছে।
কী কাজ করবে ভারতের প্রথম ডায়াবেটিস বায়োব্যাঙ্ক
উন্নত মানের গবেষণার মাধ্যমে ডায়াবেটিসের চিকিৎসা করা হবে। মাদ্রাজ ডায়াবেটিস রিসার্চ ফাউন্ডেশন (এমডিআরএফ, MDRF)-এর সভাপতি ভি মোহন জানান, বায়োব্যাঙ্ক ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য নতুন বায়োমার্কার চিহ্নিত করতে সাহায্য করবে। প্রথম থেকে ডায়াবেটিসের চিকিৎসা শুরু করতে সাহায্য করবে। টাইপ টু, টাইপ ওয়ান আর জেস্টাশনাল ডায়াবেটিস নিয়ে গবেষণায় সাহায্য করবে এই বায়োব্যাঙ্ক।
রেজিস্ট্রি অফ পিপল উইথ ডায়াবেটিস স্টাডির গবেষণায় দেখা গিয়েছে, গড়ে ১২.৯ বছর বয়সে ধরা পড়ে টাইপ ওয়ান ডায়াবেটিস আর টাইপ টু ডায়াবেটিস ধরা পড়ে গড়ে ২১.৭ বছর বয়সে। অনেক সময় অনেক ডায়াবেটিস রোগীর শরীরে ধরা পড়ে অনেক দেরিতে। চিকিৎসার দেরি হয়। গোটা দেশে এর মধ্যে ডায়াবেটিস মহামারি হয়ে দাঁড়িয়েছে। ১০ কোটির বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। উন্নত রাজ্যে ডায়াবেটিস রোগীর সংখ্যা বাড়ছে।
২০০৮ থেকে ২০২০ সাল পর্যন্ত আইসিএমআর-ইন্ডিয়াবি (ICMR-INDIAB) ৩১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১.২ লাখ মানুষের ওপর গবেষণা চালায়। দ্বিতীয় গবেষণা চালানো হয় সাড়ে ৫ হাজার মানুষের ওপর। এই দুটি গবেষণার তথ্য বায়োব্যাঙ্কের কাছে। দু’টি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান জার্নাল অফ মেডিক্যাল রিসার্চে।