Homeশরীরস্বাস্থ্যক্যানসার চিকিৎসায় নয়া দিশা, নতুন অ্যান্টিবডির খোঁজ পেলেন বিজ্ঞানীরা 

ক্যানসার চিকিৎসায় নয়া দিশা, নতুন অ্যান্টিবডির খোঁজ পেলেন বিজ্ঞানীরা 

প্রকাশিত

মারণরোগ ক্যানসারের নাম শুনলেই ভয় ধরে মনে। ক্যানসার চিকিৎসায় নয়া দিশা দেখালেন একদল গবেষক। সুইডেনের আপসালা বিশ্ববিদ্যালয় এবং কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা এমন একটি অ্যান্টিবডির খোঁজ পেয়েছেন যা বিভিন্ন ধরনের ক্যানসার প্রতিরোধে কার্যকর হতে পারে।

গবেষকরা এই অ্যান্টিবডিতে তিনটি ভিন্ন ধরনের কার্যকারিতা একত্রিত করতে সক্ষম হয়েছেন, যার ফলে এটি ক্যানসার সৃষ্টিকারী টিউমারের বিরুদ্ধে টিসেলগুলির কার্যকারিতা উল্লেখযোগ্য ভাবে বাড়িয়ে তোলে। এই নতুন অ্যান্টিবডি ক্যানসারের চিকিৎসায় আশার আলো দেখানোর পাশাপাশি ইমিউনোথেরাপি চিকিৎসার জন্য নতুন দিশা দেখাতে পারে।

গবেষকরা একটি নতুন ধরনের অ্যান্টিবডি তৈরি করেছেন যা একদিকে টিউমারের নির্দিষ্ট উপাদানগুলোকে টার্গেট করে, অন্যদিকে এই অ্যান্টিবডি নিজেই একটি ড্রাগ প্যাকেজ সরবরাহ করে এবং তৃতীয়ত এটি ইমিউন সিস্টেমকে সক্রিয় করতে সাহায্য করে। একে বলা হয় ‘৩-ইন-১ ডিজাইন’ – অর্থাৎ তিনটি কার্যকারিতা একত্রিত করা হয়েছে, যা টিউমারের প্রতিটি সেলের কার্যকারিতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

প্রধান গবেষক আপসালা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক সারা মাংসবো এবং কেটিএইচ রয়্যাল ইনস্টিটিউট অফ টেকনোলজি’র অধ্যাপক জোহান রকবার্গ বলেন, “আমরা প্রায় ১৫ বছর ধরে সঠিক চিকিৎসা (প্রেসিশন মেডিসিন) নিয়ে গবেষণা করছি এবং কী ভাবে অ্যান্টিবডির মাধ্যমে আমাদের ইমিউন সিস্টেম বা রোগপ্রতিরোধ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ প্রোটিন (CD40)-কে প্রভাবিত করা যায় তা নিয়ে কাজ করেছি। আমরা এখন দেখাতে পারছি যে আমাদের নতুন অ্যান্টিবডি পদ্ধতি ক্যানসারের জন্য প্রেসিশন মেডিসিন হিসেবে কার্যকর।”

এই নতুন অ্যান্টিবডি ক্যানসার প্রতিরোধে নির্দিষ্ট জিনগত পরিবর্তন ও মিউটেশনের দিকে দৃষ্টি আকর্ষণ করে যা কেবল ক্যানসার সৃষ্টিকারী কোষে থাকে। এই পরিবর্তনগুলোকে বলা হয় ‘নিওঅ্যান্টিজেন্স’। অ্যান্টিবডিটি টিউমার-নির্দিষ্ট উপাদানটি সরাসরি একটি নির্দিষ্ট ধরনের ইমিউন সেলে পৌঁছে দেয় এবং একসঙ্গে সেই সেলটিকে সক্রিয় করে। এর ফলে টি সেলের প্রতিক্রিয়া ক্যানসার সৃষ্টিকারী টিউমারের বিরুদ্ধে উল্লেখযোগ্য ভাবে বেড়ে যায়। এই পদ্ধতি আগের চিকিৎসার তুলনায় অনেক নিরাপদ।

বিজ্ঞানীরা মনে করেন, নতুন অ্যান্টিবডি পদ্ধতির মাধ্যমে প্রতিটি রোগীর জন্য একক ভাবে কাস্টমাইজড চিকিৎসা প্রদান করা সম্ভব, যা ক্যানসারের বিরুদ্ধে তাঁদের রোগপ্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তুলবে। এই গবেষণা ক্যানসারের মতো জটিল রোগের বিরুদ্ধে গোটা বিশ্বে রোগীদের জন্য এক নতুন দিশা দেখাতে পারে।

সাম্প্রতিকতম

কবে থেকে শুরু আগামী বছরের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা জানিয়ে দিল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

আগামী বছরের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হল। ২০২৫ সালে এই পরীক্ষা হবে...

অসুস্থ নবজাতকদের প্রাণ বাঁচাতে অত্যাধুনিক ইনকিউবেটর বানালেন আইআইটি মাণ্ডির অধ্যাপক

হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন আইআইটি...

আরজি কর ধর্ষণ ও খুন মামলা: জামিনে হতাশ নির্যাতিতার মা, আক্রমণের নিশানায় সিবিআই

আরজি কর ধর্ষণ ও খুনের মামলায় সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারায় অভিযুক্ত সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল জামিন পেলেন। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করলেন নির্যাতিতার মা।

হাই কোর্টে অন্তর্বর্তী জামিন পেলেন অভিনেতা অল্লু অর্জুন

হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় গ্রেফতার অভিনেতা অল্লু অর্জুন অন্তর্বর্তী জামিন পেলেন তেলঙ্গানা হাই কোর্টে।

আরও পড়ুন

অসুস্থ নবজাতকদের প্রাণ বাঁচাতে অত্যাধুনিক ইনকিউবেটর বানালেন আইআইটি মাণ্ডির অধ্যাপক

হিমাচল প্রদেশের পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিয়েছেন আইআইটি...

ডার্ক চকোলেট খাচ্ছেন না ডায়াবেটিস হওয়ার আশঙ্কায়, জেনে নিন কী বলছে হার্ভার্ডের গবেষণা

ডায়াবেটিস বা মধুমেহ রোগ হওয়ার আশঙ্কায় অনেকেই চকোলেট এড়িয়ে চলেন। কিন্তু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক...

স্বাস্থ্যদপ্তরের কড়া বার্তা: সিনিয়র চিকিৎসক ছাড়া পিজিটিরা অপারেশন করতে পারবেন না

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে পিজিটিদের এককভাবে অপারেশন করা নিষিদ্ধ। সিনিয়র চিকিৎসকদের উপস্থিতিতে অস্ত্রোপচার করার নির্দেশ দিল স্বাস্থ্যদপ্তর।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে