কলকাতা: করোনা টিকাকরণের সময় কো-উইন অ্যাপ যেভাবে মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছিল, ঠিক তেমনই জাতীয় টিকাকরণ কর্মসূচিতে সাহায্য করতে আসছে ‘ইউ-উইন’ অ্যাপ। রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক ডাঃ অসীম দাস মালাকার জানিয়েছেন, ২০২৫ সাল থেকে বাংলাতেও এই অ্যাপ ব্যবহার শুরু হবে।
‘ইউ-উইন’ অ্যাপের মাধ্যমে মা ও শিশুদের টিকাকরণ আরও গোছানো ও সহজ হবে বলে মনে করছে স্বাস্থ্যদপ্তর। ব্যবহারকারীরা বাড়ির কাছে পছন্দমতো জায়গায় টিকা নেওয়ার সুবিধা পাবেন। টিকা নেওয়ার দিনক্ষণ মোবাইলে এসএমএসের মাধ্যমে জানানো হবে এবং টিকাকরণ সম্পূর্ণ হলে অনলাইনেই সার্টিফিকেট ডাউনলোড করা যাবে।
স্বাস্থ্যদপ্তরের এক কর্তা জানিয়েছেন, ‘‘বর্তমানে বাংলায় প্রতি বছর প্রায় ১৪ লক্ষ শিশু সরকারি টিকাকরণের সুবিধা পায়। বছরে পাঁচবার তাদের টিকাদান কেন্দ্রে নিয়ে যেতে হয়। অ্যাপ ব্যবহার শুরু হলে টিকাকরণের পুরো প্রক্রিয়াটি আরও সহজ ও সুবিধাজনক হবে।’’
সরকারি সূত্রে জানা গেছে, ‘ইউ-উইন’ মূলত মা ও শিশুদের টিকাকরণের জন্য ব্যবহার করা হবে। বর্তমানে ১২টির বেশি টিকা বিনামূল্যে দেওয়া হয়, যার মধ্যে পোলিও (ওপিভি), বিসিজি, হেপাটাইটিস বি, রোটা ভাইরাস, পেন্টাভ্যালেন্ট, আইপিভি, পিসিভি, ডিটি, এমআর, ডিপিটি, জাপানিজ এনসেফেলাইটিস এবং ভিটামিন ডি অন্তর্ভুক্ত। গর্ভবতী মায়েদের জন্য টিটেনাস-ডিপথেরিয়া (টিডি) টিকা দেওয়া বাধ্যতামূলক।
কো-উইন অ্যাপের অভিজ্ঞতা থেকে এই অ্যাপ তৈরি করা হয়েছে বলে জানান ডাঃ দাস মালাকার। তিনি বলেন, ‘‘কো-উইন অ্যাপের অনেক সুবিধা আমরা করোনার সময় দেখেছি। রুটিন টিকাকরণের জন্য এই ধাঁচের অ্যাপ ব্যবহার হলে তা আরও কার্যকর হবে।’’
কোথায় গড়ে উঠেছে দেশের প্রথম ডায়াবেটিস বায়োব্যাঙ্ক, কী তার কাজ