খবরঅনলাইন ডেস্ক: বিভিন্ন রোগ বা শারীরিক সমস্যার সমাধানে কালোজিরের কোনো তুলনা হয় না। এর আগের পর্বে কালোজিরের ৭টি প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। এই পর্বে রইল মহিলা ও শিশুদের বিশেষ কিছু প্রয়োজনে কালোজিরের প্রয়োগ নিয়ে কথা। পরের পর্বে আরও বেশ কিছু প্রয়োগের পদ্ধতি নিয়ে আলোচনা থাকবে।
জেনে নেওয়া যাক মহিলা ও শিশুদের ক্ষেত্রে কোন প্রয়োজনে কী ভাবে এর ব্যবহার করা যায় –
১। অনিয়মিত মাসিক সমস্যা
এক কাপ কাঁচা হলুদের রসের সঙ্গে এক চা চামচ কালোজিরের তেল মিশিয়ে রোজ ৩ বার করে খেলে উপকার হবে।
অথবা এক কাপ আতপ চাল ধোয়া জলের সঙ্গে এক চা চামচ কালোজিরের তেল মিশিয়ে দিলে ৩ বার খেলে উপকার পাবেন।
২। বুকের দুধ বৃদ্ধিতে
মায়েদের বুকের দুধ বৃদ্ধিতে কালোজিরে মহৌষধ। রাতে শোয়ার আগে ৫ থেকে ১০ গ্রাম কালোজিরে গুঁড়ো করে দুধের সঙ্গে মিশিয়ে নিয়মিত খান। মাত্র ১০ থেকে ১৫ দিনের মধ্যে উপকার বুঝতে পারবেন। দুধের প্রবাহ বাড়বে।
৩। আমাশয় নিরাময়ে
এক চা চামচ কালোজিরের তেলের সঙ্গে এক চা চামচ মধু মিশিয়ে দিনে ৩ বার খেলে ২ থেকে ৩ সপ্তাহে উপকার হবে। এ ক্ষেত্রে কালোজিরের ব্যবহার অনেক প্রাচীন। তবে একদম ছোটোদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
৪। শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে
দুই বছরের বেশি বয়সের শিশুকে কালোজিরে খাওয়ালে দ্রুত দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে। শিশুর মস্তিষ্কের সুস্থতা ও স্মৃতিশক্তি বৃদ্ধিতেও কালোজিরে দারুণ কাজ করে। তবে দুই বছরের কম বয়সের শিশুদের কালোজিরের তেল খাওয়ানো উচিত নয়।
৫। যৌন সমস্যা সমাধানে
কালোজিরে যৌনজীবনেও সুফল দেয়। নারী পুরুষ উভয়ের যৌনক্ষমতা বাড়ায়। যৌনসমস্যা সমাধান করে। প্রতি দিন খাবারে কালোজিরে খেলে পুরুষের স্পার্ম কাউন্ট বাড়ে। এক চা চামচ মাখন, এক চা চামচ অলিভ অয়েল, এক চা চামচ কালোজিরে ও মধু মিশিয়ে রোজ ৩ বার করে ৪ থেকে ৫ সপ্তাহ খেলে উপকার পাবেন।
পরের পর্বে দেখতে ভুলবেন না, থাকবে আরও কয়েকটি মোক্ষম ব্যবহারের বিষয়ে।
আরও – সর্দিকাশি ও অন্যান্য সমস্যায় কালোজিরে ব্যবহারের ৭টি নিয়ম, পর্ব ১
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।