অসাধ্য সাধন হল আমেরিকার বস্টনে। বস্টনের একটি স্টার্ট আপ সংস্থা নজির গড়ল। বিশ্বে প্রথম বার সম্পূর্ণ স্বয়ংক্রিয় ভাবে দাঁতের অস্ত্রোপচার হয়েছে। সেই অস্ত্রোপচার করল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে চলা একটি ডেন্টাল রোবট।
Perceptive নামের ওই স্টার্ট আপ সংস্থার ডেন্টাল রোবটে রয়েছে এআই প্রযুক্তি নির্ভর থ্রি ডি ইমেজিং সফটওয়্যার যা অস্ত্রোপচারের সময় রোবটের হাত নাড়াতে সাহায্য করে। যে দাঁতের অস্ত্রোপচার করতে সাধারণত ২ দিন সময় লাগে সেটা ডেন্টাল রোবট করে ফেলেছে মাত্র ১৫ মিনিটে। অত্যন্ত নিখুঁত ভাবে রোগীর মাড়ি ও দাঁতের সমস্যা চিহ্নিত করতে সক্ষম ডেন্টাল রোবট।
নিয়মিত প্লাস্টিকের বোতল থেকে জলপান করেন, কী হতে পারে জানেন? কী বলছে গবেষণা?
স্টার্ট আপ সংস্থার কার্যনির্বাহী আধিকারিক ক্রিস সিরিয়েলো জানান, অপটিক্যাল কোহেরেন্স প্রযুক্তি নির্ভর হ্যান্ডহেল্ড ইন্ট্রাওরাল স্ক্যানারের সাহায্য রোগীর মুখগহ্বরের পুঙ্খানুপুঙ্খ স্ক্যানিং করা হয়। থ্রি ডি ইমেজিংয়ের সাহায্য কোথায় অস্ত্রোপচার করতে হবে তা ভালো ভাবে জানতে পারেন চিকিৎসক। ডেন্টাল রোবটের সাফল্যের হার ৯০%।