কলকাতায় তাঁর নতুন ছবি রাগদেশ-এর প্রচারে এসেছিলেন তিগমাংশু ধুলিয়া। রাকা রায়কে জানালেন কেন নেতাজি এবং আইএনএ নিয়ে ছবি করলেন।
প্রশ্ন: খুবই মন দিয়ে নেতাজি ভবন ঘুরে দেখছিলেন। কি অনুভূতি হচ্ছিল?
উত্তর: আমি ইতিহাসের ছাত্র। ইতিহাসের সবকিছু আমায় টানে। এখনও গাড়িটা দেখে মনে হলো এইতো নেতাজি বেরিয়ে যাবেন। সুন্দর করে সব সাজানো আছে। আরও যত্নবান হওয়া উচিত আমাদের। ভবিষ্যত তার ইতিহাস দেখেই শিখবে।
প্রশ্ন: ইতিহাসের ছাত্র বলেই কি নেতাজি নিয়ে ছবি করলেন? ইদানিং বলিউড একটু বেশি নেতাজি নিয়ে ছবি করছে। কারণ কী?
উত্তর: আমার তা মনে হয়না। বরং বলিউডের প্রযোজকরা নেতাজি নিয়ে অত বোঝেনা। ভাবেনও না। আর সত্যি বলতে কি আমি স্বপ্নেও ভাবিনি নেতাজি নিয়ে ছবি করব। রাজ্যসভা টিভি-র প্রধান আমায় দু’টো বিষয়ে নিয়ে ছবি করতে বলেন। সর্দার প্যাটেল আর নেতাজি। সর্দার পাটেল নিয়ে ছবি করেছেন কেতন মেহতা। সেখানে আমি ওকে অ্যাসিষ্ট করি। তাই নেতাজি নিয়ে কাজ করলাম।
আরও পড়ুন: নকশালবাড়ির পঞ্চাশ বছরে বিভীষণ-লক্ষ্মণদের মুখোমুখি সত্যান্বেষী অনীক দত্ত
প্রশ্ন: ইতিহাসের বিষয় নিয়ে ফিল্ম যখন তাই সেই ভাবে নিশ্চয়ই রিসার্চ এর দরকার পড়েনি?
উত্তর: বরং উল্টোটা। আমাদের ইতিহাসের বইয়ে সেইভাবে নেতাজি ও আইএনএ নিয়ে সেরকম কিছুই নেই। এটা খুবই দুঃখজনক। আমার প্রায় এক বছরের বেশি সময় লেগেছে রিসার্চ করতে। আর খুব সাহায্য পেয়েছি বোস পরিবার থেকে। সুগত বোসকে ধন্যবাদ।
প্রশ্ন: নেতাজির দেশের বাইরে আইএনএ গঠন নিয়ে আপনার মতামত কী?
উত্তর: আমার মনে হয়েছে আইএনএ গঠন এবং তাদের কিছু সাফল্য ভারত স্বাধীন হওয়ার একটা কারণ। তবে ইতিহাসে তার কোন মুল্যায়ন হয়নি। সবাই নেতাজির অন্তর্ধান নিয়েই ভাবছে। কিন্তু তাঁর আইএনএ-র অবদান নিয়ে কেউ কিছুই বলেন না। আমার এই ছবি সেদিকে আলোকপাত করেছে। আমার এই ছবি সেকুলারিজম নিয়েও বলেছে।

প্রশ্ন: আচ্ছা বামপন্থীরা কি নেতাজি নিয়ে যথেষ্ট সরব বলে মনে হয়?
উত্তর: কোনো বিশেষ রাজনৈতিক দল কেন? কেউই ইতিহাসে নেতাজির কন্ট্রিবিউশান নিয়ে ভাবেনি। সারা দেশে কোথাও সেভাবে তাঁর মুর্তিও নেই। ভাবলে খারাপ লাগে।
প্রশ্ন: ছবিতে কাস্টিং নিয়ে বলুন।
উত্তর: নেতাজির ভূমিকায় কেনি বলে একজন অভিনেতা আছেন। আমি হলফ করে বলতে পারি ও একদম নেতাজির মত দেখতে।
প্রশ্ন: নেতাজির নিয়ে আগেও ছবি হয়েছে।
উত্তর: আমারটা আলাদা। আইএনএ-র সৈন্যদের তিন জনকে কোর্ট মার্শাল করা হয়। আমার ছবিতে মুখ্য বিষয় সেটাই। এবং এটা বাণিজ্যিক ছবি, সেই কারণেই আমি কুণাল, অমিত ও মোহিতকে নিয়েছি। শাহনওয়াজ, গুরবক্স সিং, প্রেম সেহগল ও নেতাজি- এদের নিয়েই ছবি। আশাকরি নতুন প্রজন্মের কাছে আমি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের ছবি দেখাতে পারবো। যেটা আমাদের পাঠ্যবইতে নেই। যদিও এটা থাকা উচিত ছিল।
প্রশ্ন: সাহেব বিবি গ্যাংস্টারের সিকোয়েল কবে পাবো?
উত্তর: (হাসি) আগামী আগস্ট থেকেই শুটিং শুরু করে দেব। সব ঠিক হয়ে আছে। বাকি প্রশ্ন পরের বারের জন্যও রাখা থাক।(হাসি )
ছবি: রাকা রায় এবং ইন্টারনেটের মাধ্যমে
আমার মনে হয় সমস্ত রাজনৈতিক দল ই নিজেদের স্বার্থে সযত্নে নেতাজী কে চাপা দিয়েছে ।