bigb

ওয়েবডেস্ক: ভারতীয় চলচ্চিত্রে সর্বকালের অন্যতম সেরা অভিনেতা অমিতাভ বচ্চন। তবে নিজের ব্যস্ত সময়ের মধ্যেও তিনি আইপিএল নিয়ে যথেষ্ট উত্তেজিত। নিজে যে একজন বড়ো ক্রিকেটপ্রেমী তাঁর প্রমাণ তিনি বহুবার দিয়েছেন। সেই ধারাকে বজায় রেখে এই মরশুমের আইপিএলের উদ্বোধনী ম্যাচে মাঠে উপস্থিতও ছিলেন তিনি। এই মুহূর্তে মাঝপথে পৌঁছেছে চলতি আইপিএল। প্রায় প্রতিটা ম্যাচই দর্শকদের মধ্যে চরম উত্তেজনা তৈরি করছে। সেই আইপিএলের মাঝেই নিজের উদ্দীপনা প্রকাশ করে টুইট করলেন বিগ-বি।

চলতি আইপিএলের হয়ে যাওয়া অন্যতম দু’টি সেরা ম্যাচ- রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম চেন্নাই সুপার কিংস এবং সানরাইজার্স বনাম পঞ্জাব। এই দুটি ম্যাচের পর নিজেকে আর আটকে রাখতে পারলেন না তিনি। টুইটে তিনি জানান, “এটাই আইপিএলের সেরা বছর। অনবদ্য সব খেলা হচ্ছে। প্রতিটা ম্যাচেই শেষ ওভার পর্যন্ত লড়াই হচ্ছে। ভরপুর উত্তেজনা। বাদুম্বা!”

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here