iplinjury

ওয়েবডেস্ক: চোট অব্যাহত আইপিএলে। পিঠের ব্যাথার জন্য এবার ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা পেস বোলার প্যাট কামিনস। গত এক বছরে দেশের হয়ে খেলেছেন ১৩ টেস্ট। সদ্য শেষ হওয়া দক্ষিণ আফ্রিকা সিরিজের চতুর্থ টেস্টে চোট পান তিনি। তৃতীয় বোলার হিসাবে চোট পেয়ে ছিটকে গেলেন আইপিএল থেকে কামিনস। এর আগে মিচেল স্টার্ক এবং কাগিসো রাবাডা ছিটকে গেছেন। যার ফলে, মুম্বই ইন্ডিয়ান্স কিছুটা ব্যাকফুটে।

cummins

অস্ট্রেলিয়া দলের ফিসিওথেরাপিস্ট ডেভিড বিয়েকলি জানান, “দক্ষিণ আফ্রিকার সঙ্গে চতুর্থ টেস্ট চলাকালীন প্যাট চোট পায়। যার ফলে আসন্ন ইংল্যান্ড সিরিজেও আমরা ওঁকে পাব না। চোটের জায়গায় স্ক্যান করা হয়েছে। ভার্টিব্রা-তে, বোনওডেমা ধরা পরেছে। যার ফলে আমরা ওঁকে বিশ্রামে থাকতে বলেছি। সম্পূর্ণ সুস্থ হয়েই আবার দলের সঙ্গে যুক্ত হবে। চলতি বছরে আমাদের অনেকগুলি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে হবে, পাকিস্তান এবং ভারতের বিরুদ্ধে”।

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন