virat-rohit-ipl

ওয়েবডেস্ক: টি-২০ ক্রিকেট মানেই নতুন কোনো ঘটনা। আর তা যদি আইপিএল হয়, তাহলে তো সোনায়-সোহাগা। বিশ্বের সবথেকে ধনী লিগ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রোজই নতুন ঘটনার সাক্ষী থাকছেন, ক্রিকেটপ্রেমীরা।

সে রকমই এক অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল গতকাল। মঙ্গলবার আইপিএলে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। শুরুতে একটু হোঁচট খেলেও ধীরে ধীরে বড়ো রানের লক্ষ্যমাত্রা রেখে এগোতে থাকে মুম্বই। সৌজন্যে তাদের অধিনায়ক রোহিত শর্মা। নিজে ব্যক্তিগত ৯৪ রান করে, দলকে দু’শোর গণ্ডি পার করে দেন তিনি।

পিছিয়ে থাকেননি অপর অধিনায়ক বিরাট কোহলিও। ব্যাট করতে এসে নিজেও অপরাজিত ৯২ করেন। ফলে একই ম্যাচে দুই অধিনায়কের নব্বইয়ের ঘরে রান, এই প্রথম টি-২০ ম্যাচে। তবে তিনি মারমুখি ব্যাট করবেন, অথচ রেকর্ড হবে না তা তো হয় না। এ দিনের অর্ধশতকের ফলে টি-২০ তে ভারতীয়দের মধ্যে এই ফরম্যাটে সবথেকে বেশি অর্ধশতক করলেন তিনি। টপকে গেলেন গৌতম গম্ভিরকে (৫৪)। শেষমেশ নিজে একা চেষ্টা চালিয়েও দলকে জেতাতে ব্যর্থ হন বিরাট কোহলি।

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here