gayle-preity-ipl

ওয়েবডেস্ক: বৃহস্পতিবার আইপিএল ছিল শুধু ক্রিস গেল-ময়। মাত্র ৫৮ বলে আইপিএলের নিজের ষষ্ঠ সেঞ্চুরি করেছেন। যার ফলে জয়ের ধারা অব্যাহত রেখে, লিগ টেবিলে তৃতীয় স্থানে, তাঁর দল কিংস ইলেভেন পঞ্জাব। প্রথম দু’টি ম্যাচে দলে ছিলেন না ক্রিস গেল। তবে সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ভোলেননি তিনি। প্রথমে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবং গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে, ম্যান অফ দ ম্যাচের শিরোপা তাঁর মাথায়। স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত তিনি।

তবে শুধু তিনি নন, এই জয় নিয়ে উচ্ছ্বসিত তাঁর দলের সহ-মালিক প্রীতি জিন্টাও। গেলের বিধ্বংসী ব্যাটিংকে স্মরণীয় করে রাখতে শুক্রবার টুইট করলেন তিনি। যেখানে তিনি জানিয়েছেন, “এই বছরের আইপিএলে প্রথম সেঞ্চুরি। ঈশ্বরকে ধন্যবাদ। গেল-ঝড়ের সময় আমি ঠিক জায়গায় ছিলাম”।

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here