ওয়েবডেস্ক: ভারতের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক অভিষেক শর্মা। এই মুহূর্তে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলস দলের অন্যতম সদস্য। তবে দলে থাকলেও সেইরকম ভাবে সুযোগ পাচ্ছিলেন না তিনি।
শেষমেশ শনিবার ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে পাওয়া সুযোগের সদ্ব্যবহার করলেন তিনি।
আইপিএলের ইতিহাসে সতেরো বয়সি ক্রিকেটার হিসাবে এক ম্যচে সবচেয়ে বেশি রান করলেন অভিষেক। ১৯ বলে অপরাজিত ৪৬। যার মধ্যে তিনটি চার এবং চারটি ছয়। স্ট্রাইক রেট ২৪২.১১।
শুধু তাই নয়, উনিশ বছরের কম বয়সি ক্রিকেটার হিসাবে আইপিএলের অভিষেক ম্যাচে করলেন সবচেয়ে বেশি রান করার রেকর্ডও সেরে নিলেন অভিষেক শর্মা। enter>
Another India U19 players gets a chance at the #IPL2018 ….. Abhishek Sharma looks another outstanding prospect … !!! #India
— Michael Vaughan (@MichaelVaughan) May 12, 2018
#DD, did you really keep this kid—Abhishek Sharma out for so long??? Looks special…. #DDvRCB #IPL
— Aakash Chopra (@cricketaakash) May 12, 2018
তবে এসবের মাঝেও, শেষমেশ নিজের দলকে জয় এনে দিতে পারেননি তিনি। এই মুহূর্তে আইপিএলে ভালো খেললেও জয়ের মুখ দেখতে পাচ্ছে না দিল্লি।
এই হারের ফলে প্লে-অফে ওঠার আশা কার্যত শেষ হয়ে গেল দিল্লি ডেয়ারডেভিলসের।