abdevilliers

ওয়েবডেস্ক: আইপিএলের অন্যতম সেরা আকর্ষণ রয়্যাল চ্যলেঞ্জার্স বেঙ্গালুরুর এবি ডেভিলিয়ার্স। তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হলেও, ভারতে তাঁর অনুরাগীর সংখ্যা কোনো অংশে কম নয়। এই মুহূর্তে অবশ্য তাঁর দল লিগ টেবিলে খুব একটা ভালো অবস্থায় নেই। তাই আগামী রবিবার পরবর্তী ম্যাচের আগে একটু ‘টাইমআউট’ নিলেন তিনি। নিজের বউ এবং সন্তানকে নিয়ে বেরিয়ে পড়লেন ভারত দর্শনে। অনেকেই ভাববেন এতে নতুন কী আছে। শুনলে অবাক হবেন, এবিডি চড়লেন অটোরিকশায়। হ্যাঁ, সত্যি তাই। তবে এখানেই শেষ নয়, মজা এখনও বাকি আছে।

অটোতে ভ্রমণ করবেন আর সাধারণ মানুষের চোখে পড়বে না তা তো হয় না। তাঁকে অটোতে দেখে অনুসরণ করতে লাগে পথচলতি বাইক, স্কুটার আরোহীরা। এবং কন্নড় ভাষায় তাঁরা স্লোগান দিতে থাকেন, “এহ সালা কাপ নামড়ে”। এই মরশুমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্লোগান এটি। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয় এই ঘটনা। এই দেখে রীতিমতো অবাক হয়ে যান ডেভিলিয়ার্স। তবে তাঁর ছেলে ছোট্টো আব্রাহাম যে ভরপুর মজা পেয়েছে তা ভিডিও দেখলেই বুঝবেন। সেও বলতে থাকে, “এহ সালা কাপ নামড়ে।”

 

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here