msd-raydu-ipl

ওয়েবডেস্ক: এই মুহূর্তে আইপিএল লিগ তালিকায় শীর্ষে চেন্নাই সুপার কিংস। যত সময় যাচ্ছে লিগে নিজেদের অবস্থান আরও মজবুত করছে তারা। গত ম্যাচে পিছিয়ে পড়েও বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় ছিনিয়ে নেয় তারা। সৌজন্যে অম্বতি রায়ডু এবং মহেন্দ্র সিং ধোনির যুগলবন্দি। দু’শো রানের লক্ষ্যমাত্রাকে মাথায় রেখে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় চেন্নাই। ক্রমাগত উইকেট হারাতে থাকে তারা। তবে ধোনির মতো ফিনিশার যখন দলে থাকেন তখন যে কোনো সময় খেলা ঘুরে যেতে পারে।

ম্যাচ শেষে সেটাই জানালেন চেন্নাইয়ের জয়ের ওপর নায়ক অম্বতি রায়ডু। তিনি বলেন, “চার উইকেট হারানোর পর আমরা একটু ধরে খেলব ঠিক করেছিলাম। তবে ধোনিভাই যে মেজাজে মাঠে নামল, তা তে মনে হল ও প্রথম থেকেই বল স্টেডিয়ামের বাইরে পাঠানোর ধান্দা করছে। আমার বিশ্বাস ছিল, যদি ও চার ওভার বিনা উইকেটে কাটিয়ে দিতে পারে তা হলে আমরা প্রবল ভাবে ম্যাচে থাকব।”

তবে শেষ পর্যন্ত উইকেটে থেকে জয় না আনার জন্য কিছুটা মনমরা তিনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here