ওয়েবডেস্ক: আইপিএলে রয়্যাল চ্যলেঞ্জারর্স বেঙ্গালুরুর সময়টা একদমই ভালো যাচ্ছে না। ক্রমাগত হারের ফলে এই মুহূর্তে লিগ তালিকায় ষষ্ঠ স্থানে কোহলিরা। গতকালের ম্যাচেও চেন্নাই সুপার কিংসদের বিরুদ্ধে তেমন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারলেন না ডে’ভিলিয়ার্স, ম্যাককালামরা। দু’ওভার বাকি থাকতে একাই চেন্নাইয়ের হয়ে জয়ে তুলে আনেন, মহেন্দ্র সিং ধোনি। ২৩ বলে অপরাজিত ৩১ রানের ইনিংস তাঁর। এই মুহূর্তে আইপিএলে স্বপ্নের ফর্মে রয়েছেন মাহি। গতকালের ম্যাচের ছয়গুলি মিলিয়ে, এখনও পর্যন্ত ২৭টি ছ’য় মারলেন তিনি। যা তাঁর ব্যক্তিগত সর্বোচ্চ এক মরশুমের আইপিএলে।
ম্যাচ শেষে অধিনায়ক বিরাট কোহলির মুখে তারই প্রশংসা। তিনি বলেন, “সবাই মাহিকে দেখতে চায় বল মারতে। অনবদ্য ভাবে ও এটা করে যাচ্ছে। যা সুখবর ভারতীয় ক্রিকেটের জন্যে। ওর এই ফর্মে ভারতীয় ক্রিকেট খুব লাভবান হবে। তবে ম্যাচটা আমরা শেষমেশ টেনে নিয়ে গিয়েছিলাম। কিন্তু ক্যাচ ফেললে জেতার আশা করা উচিত নয়।”
২০১৯-এর বিশ্বকাপে ধোনি খেলবেন কিনা, এ নিয়ে যাবতীয় প্রশ্নে বিরাটের মন্তব্য জল ঢেলে দিল বলেই মনে করা হচ্ছে।