gayle-ipl

ওয়েবডেস্ক: আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় তিনি। যে কোনো বোলারের রাতের ঘুম কেড়ে নিতে পারেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন কথা হচ্ছে ক্রিস গেলকে নিয়ে। তবে একাদশ আইপিএলের নিলামে ছিলেন অবিক্রীত। শেষমেশ মাত্র ২ কোটি টাকার বিনিময়ে তাঁকে ঘরে তোলে কিংস ইলেভেন পঞ্জাব। প্রথম দু’টি ম্যাচে না খেললেও, পরের দু’টি ম্যাচে নিজের ঝলক দেখিয়েছেন। বৃহস্পতিবার এই মরশুমের লিগে করে ফেললেন প্রথম সেঞ্চুরি। তাঁর মারমুখী ব্যাটিংয়ের সামনে দাঁড়াতেই পারল না সানরাইজার্স হায়দরাবাদ। অবশ্য কিংস ইলেভেন পঞ্জাবের ক্রিকেট ডিরেক্টর বীরেন্দ্রর সহবাগ এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “গেল সঙ্গে থাকা মানে বিশাল বড়ো ব্যাপার। ক্রিস ওপেনিং ব্যাটসম্যান। তাই যে কোনো দলের কাছে ও বিপদ হয়ে উঠতে পারে।”

বৃহস্পতিবারের ম্যাচে বিধ্বংসী ব্যাট করলেন ওয়েস্ট ইন্ডিয়ান তারকা। ১০৪ রানের ঝকঝকে ইনিংসের ফলে টি-২০ ক্রিকেটে নিজের ২১ তম সেঞ্চুরিটি হল তাঁর। যার ফলে জয়ের ধারা অব্যাহত রাখল তাঁর দল। ম্যাচের সেরার পুরস্কার নেওয়ার সময় তাঁর বক্তব্য, “আমি যখনই যে দলের হয়ে খেলি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। অনেকে বলেছিল, ওঁকে ফের প্রমাণ করতে হবে। আমি কাউকে প্রমাণ করতে আসিনি। বীরেন্দ্র সহবাগ আমাকে দলে নিয়ে আইপিএলকে বাঁচিয়েছে। ভালো লাগছে মোহালিতে একশো করতে পেরে। এখানে আমাদের শেষ হোম ম্যাচ ছিল। এই উইকেটকে মিস করব। আমি নিজের খেলা খেলে যেতে চাই। কাল আমার মেয়ের জন্মদিন। এখন ওর সঙ্গে গিয়ে আনন্দ করব। তবে নামটা যেন ভুলবেন না।”

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here