ওয়েবডেস্ক: আইপিএলে রানের ঝড় কেকেআরের। পঞ্জাবের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ২৪৫/৬ শেষ করে তারা। সৌজন্যে নারিনের ৭৫ রানের ঝোড়ো ইনিংস। সঙ্গে আইপিএলে অধিনায়ক দীনেশ কার্তিকের প্রথম অর্ধশতক। বাকিটা আন্দ্রে রাসেলের চওড়া ব্যাটিং। যার ফলে চলতি আইপিএল এবং লিগের ইতিহাসে সর্বোচ্চ রান কেকেআরের।
আইপিএলের ইতিহাসে এটি চতুর্থ সর্বোচ্চ রান। দেখে নিন সর্বোচ্চ রানের তালিকা:
১। ২৬৩/৫ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পুনে ওয়ারিওরসের বিরুদ্ধে (২০১৩)
২। ২৪৮/৩ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাত লাওন্সের বিরুদ্ধে (২০১৬)
৩। ২৪৬/৫ চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে (২০১০)
৪। ২৪৫/৬ কলকাতা নাইট রাইডার্স, কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে (২০১৮)
৫। ২৪০/৫ চেন্নাই সুপার কিংস, কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে (২০০৮)
৬। ২৩৫/১ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে (২০১৫)