dhoni-ipl

ওয়েবডেস্ক: আইপিএলে ধোনি-ধামাকা অব্যাহত। সোমবার পুনেতে তাঁর দল চেন্নাই সুপার কিংস হারাল লিগ টেবিলের সব চেয়ে নীচে থাকা দিল্লি ডেয়ারডেভিলসকে। চেন্নাইয়ের হয়ে প্রথম ইনিংসে ২২ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলেন মাহি। যার ফলে বিনা বাধায় দু’শোর গণ্ডি পার করে সুপার কিংস। কিন্তু তার থেকেও বেশি লক্ষণীয় ব্যাপার, ফের রেকর্ড করলেন ধোনি। আইপিএলের ইতিহাসে অধিনায়ক হিসাবে সব থেকে বেশি রান করলেন তিনি। টপকে গেলেন আরও এক ভারতীয় এবং দিল্লি ডেয়ারডেভিলসের প্রাক্তন অধিনায়ক গৌতম গম্ভীরকে।

এই মুহূর্তে ধোনির রান সংখ্যা (৩৫৩৬)। পিছনে থাকা গম্ভীর রয়েছেন (৩৫১৮)। এ দিনের ম্যাচে অবশ্য দিল্লি দলে ছিলেন না গম্ভীর। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে ভারত অধিনায়ক বিরাট কোহলি (৩৩৩৩) এবং রোহিত শর্মা (২১৯৮)

শুধু তা-ই নয়, এই ম্যাচে আইপিএলে নিজের দ্বিতীয় দ্রুত অর্ধশতকও করেন ধোনি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here