virat-ipl

ওয়েবডেস্ক: সোমবার ইন্দোরে পঞ্জাবকে নিয়ে কার্যত ছিনিমিনি খেলেছে বিরাটের বেঙ্গালুরু। রেকর্ডের ছড়াছড়ি হয়েছে এই ম্যাচে। কিছু রেকর্ড যেমন পঞ্জাবের অপছন্দ হবে, তেমনই বেঙ্গালুরুকে আনন্দ দেবে এমন রেকর্ডও আছে। একবার দেখে নেব সেগুলি কী কী।

বল বাকি থাকার বিচারে আইপিএলে চতুর্থ বৃহত্তম জয় পেয়েছে আরসিবি। ৭১ বল বাকি থাকতে সোমবার জিতেছিল তারা। এই তালিকায় শীর্ষ স্থানে রয়েছে মুম্বই। ২০০৮-এ কেকেআরকে ৮৭ বল বাকি থাকতে হারিয়েছিল তারা।

আরও পড়ুন: পঞ্জাব বধের দিনে আইপিএলে ফের রেকর্ড বিরাট কোহলির

সোমবার গোটা ম্যাচে রান হয়েছে ১৮০। যা আইপিএলের ইতিহাসে বারোতম সর্বনিম্ন রান। এই তালিকাতেও শীর্ষ স্থানে রয়েছে মুম্বই বনাম কলকাতার ২০০৮-এর সেই ম্যাচটিই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here