rcb-mi

ওয়েবডেস্ক: আইপিএল মানেই প্রতিটি ম্যাচে, নিত্য নতুন ঘটনার সম্মুখীন হওয়া। মঙ্গলবারও ফের তেমনই এক ঘটনার সাক্ষী থাকল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের ক্রিকেট প্রেমীরা। এ দিন ঘরের মাঠে, এই মরশুমে প্রথম জয়ের স্বাদ পেতে নেমেছিল মুম্বাই ইন্ডিয়ান্স। তবে টসে হেরে ব্যাট করতে নেমে প্রথমেই বিপর্যয়ের মুখে পড়ে তারা। সৌজন্যে বেঙ্গালুরুর বোলার, উমেশ যাদব। বল করতে এসে প্রথম দু’বলেই দু’টি উইকেট নেন তিনি। মুম্বইয়ের সূর্যকুমার যাদব এবং ইশান কিষানকে আউট করেন, ভারতীয় দলের নির্ভরযোগ্য তারকা। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় বোলার হিসাবে এই কৃতিত্ব তাঁর।

তবে নাটক এখনও বাকি ছিল। একই ম্যাচে দ্বিতীয়বারের জন্য দু’বলে, দুই উইকেট। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই বাস্তব। জেতার লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ের সম্মুখীন হয় বেঙ্গালুরু। দশম ওভারে মুম্বইয়ের জয় আরও নিশ্চিত করে দেন, তাদের অলরাউন্ডার ক্রুনাল পাণ্ড্য। মন্দিপ সিং এবং কোরে অ্যান্ড্ররসনকে ফিরিয়ে দেন তিনি। ফলে একই ম্যাচে সমান ঘটনার সাক্ষী হলেন ক্রিকেটপ্রেমীরা।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here