dhawan-srh

ওয়েবডেস্ক: এই মুহূর্তে ভারতীয় দলের নির্ভরযোগ্য ওপেনার শিখর ধাওয়ান। আইপিএলে নিজের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়েও তাঁর সাফল্য দেখবার মতো। কিন্তু সাফল্য থাকলেই কেউ বড়ো খেলোয়াড় হতে পারেন না, যদি না ঠিক সময় জ্বলে উঠতে পারেন। ক্রিকেটে একটা কথা খুবই প্রচলিত, ওপেনার দাঁড়াতে না পারলে দলের পক্ষে খারাপ সংকেত। সেটাই হল মঙ্গলবারের প্লে অফের প্রথম ম্যাচে। যার ফলে এক অনাভিপ্রেত রেকর্ডের মালিক হলেন তিনি।

প্রথম খেলোয়াড় হিসাবে আইপিএল প্লে অফের ম্যাচে প্রথম বলে আউট হলেন তিনি। যাকে ক্রিকেটের ভাষায় ‘গোল্ডেন ডাক’ বলা হয়। যা রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

চেন্নাইয়ের অন্যতম চর্চিত বোলার দীপক চাহার শিখরকে শর্ট বল করেন। ধাওয়ান তৈরি হয়েছিলেন অফস্টাম্পের দিকে স্ম্যাশ মারবার জন্য। কিন্তু সেই বল ব্যাটের ভিতরের দিকে লেগে উইকেটে লেগে ছিটকে বেড়িয়ে যায়। ফলে বিনা রানেই প্যাভিলিয়নে ফিরে যান ধাওয়ান।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here