kohliaggressive-ipl

ওয়েবডেস্ক: এই মুহূর্তে নাটকীয় অবস্থায় রয়েছে চলতি আইপিএল। প্লে-অফের লড়াইয় শেষ দু’টি দল কারা হবে তা এখনও বলা মুশকিল। পাঁচটি দলের মধ্যে রয়েছে শেষ দু’টি স্থানের জন্য লড়াই। পিছিয়ে শুরু করেও প্রবল ভাবে লড়াইয়ে ফিরে এসেছে মুম্বই  এবং বেঙ্গালুরু। বৃহস্পতিবার ঘরের মাঠে হায়দরাবাদ বধ করে এই মুহূর্তে মানসিক ভাবে অনেক এগিয়ে কোহলিরা। ম্যাচ শেষে তারই হুঙ্কার শোনা গেল বেঙ্গালুরু এবং ভারত অধিনায়ক বিরাট কোহলির গলায়। তিনি বলেন, “আমি এমন ম্যাচ আগে অনেক দেখেছি। শেষ পর্যন্ত মাথা ঠাণ্ডা রাখলে সব ঠিকই হয়। কিছু সময়ের পর তোমার এটা বোঝা উচিত যে বোলারার ম্যাচের নিয়ন্ত্রণ নিচ্ছে। মুম্বই ম্যাচেও এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম। তবে শেষ তিনটি ম্যচে আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছিল”।

এ ছাড়াও তিনি বলেন, “আমরা এই মুহূর্তে ছন্দে আছি। রাজস্থান ম্যাচের আগে আমরা মানসিক ভাবে এগিয়ে থাকব। সঠিক সময় কেউ না কেউ দলকে নেতৃত্ব দিচ্ছে। তবে একটা কথাই বলব, বাকিরা চায় না আমরা জয় পাই। এটা একটা দারুণ অবস্থান যেখানে আমরা বাকিদের কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছি”।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here