Dhoni2

ওয়েবডেস্ক: মঙ্গলবার আইপিএলের প্রথম প্লে-অফে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে ফাইনালে চেন্নাই সুপার কিংস। ধোনির নেতৃত্বে চেন্নাইয়ের জয় অব্যাহত। কিন্তু চেন্নাই খেলবে আর ধোনি রেকর্ড করবেন না তাতো হয়না। এদিনও করলেন। ফলে আইপিএল ইতিহাসে নিজের নাম স্মরণীয় করে রাখলেন মাহি।

প্রথম খেলোয়াড় হিসাবে এগারোটি আইপিএলের মধ্যে এই নিয়ে অষ্টমবার ফাইনালে পৌঁছে গেলেন তিনি। এর আগে চেন্নাইয়ের হয়ে ছয় বার ফাইনাল খেলে দু’বার চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এবং গত বছর পুনে দলকেও নিয়ে গিয়েছিলেন ফাইনালে। ফাইনালে ধোনির ঝুলিতে রয়েছে ১৭৮ রান, গড় ১৪২.৪।

শুধু তাই নয়, প্রথম দল হিসাবে এই নিয়ে সপ্তমবার আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংস।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here