টাকা নেই এটা যতটা সমস্যার, তার চেয়ে কিছু কম সমস্যা নয়, শুধু ২০০০ টাকার নোট সঙ্গে থাকা। এই খুচরা না পাওয়ার সমস্যায় মানুষের ধৈর্যের বাঁধ ক্রমশ ভাঙছে। খুচরো না পেয়ে, প্রতিবাদ জানিয়ে ব্যাঙ্ক ঘেরাও করল বিক্ষুব্ধ গ্রাহকরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে হরিয়ানার জিন্দ জেলার ধারাউনি গ্রামে ওরিয়েন্ট্যাল ব্যাঙ্ক অফ কমার্সের একটি শাখায়। সন্ধ্যা ছ’টা থেকে ব্যাঙ্কের বাইরে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। অবশেষে রাত ১০টায় পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
গ্রামের মানুষের দাবি, নতুন মাসের দ্বিতীয় দিনে টাকা তুলতে গেলে দুপুরের মধ্যেই গ্রামবাসীদের জানিয়ে দেওয়া হয় ব্যাঙ্কে টাকা নেই। নোট বাতিলের পর থেকে শুধু মাত্র ২০০০ টাকার নোটই পাওয়া যাচ্ছে, তাও ৫-৬ ঘণ্টার লম্বা লাইনের পর। অথচ ব্যাঙ্কের ম্যানেজার নিজের পরিচিতদের নোট বদল ও নগদ টাকা দেওয়া জারি রাখে। এই ঘটনায় ক্ষেপে উঠেন ওই ব্যাঙ্কের গ্রাহকরা। তারই প্রতিবাদে তাঁরা ব্যাঙ্ক কর্মচারীদের ঘেরাও করার পথ বেছে নেন। অবশ্য ব্যাঙ্কের তরফ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।ঘটনার জেরে শনিবার বন্ধ রাখা হয় ব্যাঙ্কের শাখা।