Deepika Padukone was honoured by Time magazine

ওয়েবডেস্ক: টাইম ম্যাগাজিনের পাতায় উঠে এল দীপিকার নাম। ভাবছেন কেন? আরে ঘাবড়ানোর মতো কিছু হয়নি। বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যাক্তিকে এই ম্যাগাজিনের মাধ্যমে সম্মানিত করা হয়। এ বার সেই ম্যাগাজিনেই জায়গা করে নিলেন দীপিকা পাড়ুকোন।

অনামিকা খান্নার ডিজাইনিং করা আইভোরি সাদা শাড়ি পরে যেন ঝড় তুলেছিলেন ‘পদ্মাবত’-এর নায়িকা। শুধু এখানেই শেষ নয়!

দীপিকার সাজগোজের মধ্যেও যে ছিল চমকের বাহার। ঠোঁটে ছিল গাড় মেরুন রঙের লিপস্টিক এবং হাতের নেলপলিশের রং ছিল গাড় মেরুন।

সবমিলিয়ে পুরো অনুষ্ঠানের আকর্ষণই ছিল তাঁকে ঘিরে। দর্শকের মনের মণিকোঠায় খুব সহজেই জায়গা করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন।

তবে এর পর আরও রয়েছে, তা হল অভিন্দনের পালা। টাইম ম্যাগাজিনের পাতায় জায়গা করে নেওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। এ ছাড়া দীপিকার বন্ধু থেকে ফ্যান-ফলোয়ার প্রত্যেকেই অভিনন্দনের বন্যায় বইয়ে দিচ্ছেন তাঁর উদ্দেশে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here