fighter jet

লখনউ: যদি কখনও শত্রু শিবির বোমা বিস্ফোরণ ঘটিয়ে দেশের বিমানঘাঁটিগুলি উড়িয়ে দেয় তা হলে বিমানবাহিনীর ফাইটার জেট ওঠা-নামার জন্য প্রয়োজনে যান চলাচলের সড়ককেও তৈরি রাখা হবে। এই উদ্দেশ্যেই মঙ্গলবার সকালে থেকে লখনউ-আগরা এক্সপ্রেসওয়েতে ফাইটার জেট ওঠা-নামার মহড়া শুরু করল বায়ুসেনা।

অন্তত কুড়িটি বিমান এই মহড়ায় অংশ নেয়। শুরুটা অবশ্য এ দিন সকাল সাড়ে দশটা নাগাদ হয়, যখন সড়কে অবতরণ করে প্রথম বিমানটি সি-১৩০জে হারকিউলিস। অবতরণের সঙ্গে সঙ্গেই উড়ে যায় বিমানটি। এর মিনিট পাঁচেক পরে নামে আরও একটি বিমান, ‘মিরাজ ২০০০’। পনেরো মিনিটের মধ্যে দিল্লি থেকে গ্বালিওরের দূরত্ব পাড়ি দেওয়ার ক্ষমতা এই বিমানের রয়েছে।

দেখে নিন একটি বিমান অবতরণের ভিডিও

ঘণ্টা দুয়েকের এই মহড়ায় আরও বিমান অবতরণ করে। লখনউ-আগরা সড়কের পাশাপাশি জরুরি পরিস্থিতিতে ফাইটার জেট অবতরণের জন্য দেশের আরও অন্তত বারোটি সড়ককে চিহ্নিত করেছে কেন্দ্র।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here