নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় বায়ুসেনার প্রত্যাঘাত, জইশ ঘাঁটি ধ্বংস

0
mirage 2000
মিরাজ ২০০০। প্রতীকী ছবি।

ওয়েবডেস্ক: পুলওয়ামা কাণ্ডের পালটা প্রত্যাঘাত করল ভারত। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে প্রত্যাঘাত করল ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনাকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে এএনআই। ভারতের এই বিমান হানার খবর স্বীকার করেছে পাকিস্তান।

মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ ভারতীয় বায়ুসেনার ১২টি মিরাজ ২০০০ যুদ্ধবিমান নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে পড়ে। মিরাজ যুদ্ধবিমান বালাকোটের জঙ্গি ঘাঁটি লক্ষ করে বোমা ফেলে। মোট ১০০০ কেজি বোমা ফেলা হয়েছে বলে সূত্রের খবর।

বালাকোটের জঙ্গি ঘাঁটি বোমা ফেলে ধ্বংস করে ফেলা হয়েছে। বালাকোটে জইশ-ই-মহম্মদের কন্ট্রোলরুম আলফা-৩ ধ্বংস করে ফেলা হয়েছে। চাকোটি, মুজফফরাবাদেও জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করে ফেলা হয়েছে।

পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইটার বার্তায় বলেছেন, নিয়ন্ত্রণরেখা লঙ্ঘন করেছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের বিমানবাহিনী সঙ্গে সঙ্গে তাড়া করে। ভারতীয় বিমান চলে যায়।

পাকিস্তান অভিযোগ করেছে, তাড়াতাড়ি করে চলে যাওয়ার সময় ভারতীয় যুদ্ধবিমান বোমা ফেলে যায়।

ভারতীয় বিমানবাহিনীর প্রত্যাঘাতের খবর পেয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী টুইটারে ভারতীয় বায়ুসেনার পাইলটদের অভিবাদন জানিয়েছেন।

 

বিজ্ঞাপন