IOCL

ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন মোট ১৮১৮ ট্রেড ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন পত্র চাইছে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করা যাবে ১/১১/২০১৭ থেকে ১৫/১১/২০১৭ পর্যন্ত।

অ্যাডভার্টাইসমেন্ট নম্বর. IOCL/MKTG/SR/APPR/2017-18

পদের নাম – ট্রেড অ্যাপ্রেন্টিস

ডিসিপ্লিনের নাম – ফিটার, ইলেট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ইস্ট্রুমেন্ট মেকানিক, ল্যাব অ্যাসিস্ট্যান্ট।

শূন্যপদ – ৩৫৪ টি (তামিলনাড়ু ও পুদুচেরি – ১৫৩ , কর্নাটক -৬৯, কেরল – ৪৬, তেলঙ্গনা -৪২, অন্ধ্রপ্রদেশ – ৪৪)

বয়সসীমা

১ নভেম্বর ২০১৭ অনুযায়ী ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।  নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে। তফশিলি জাতি ও উপজাতিদের ৫ বছর। ওবিসিদের ৩ বছর।

শিক্ষাগত যোগ্যতা

ফিটার, ইলেট্রিশিয়ান, ইলেকট্রনিক মেকানিক, ইন্সট্রুমেন্ট মেকানিক – মাধ্যমিক বা সমতুল পাস ও সংশ্লিষ্ট বিষিয়ে ২ বছরের আইটিআই কোর্স করতে হবে।

ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট – ৩ বছর পূর্ণ সময়ের বিএসসি ডিগ্রি (পদার্থবিজ্ঞান, গণিত, রসায়ন , ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি)।

নির্বাচন পদ্ধতি – লিখিত পরীক্ষা এবং  সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন।

আবেদনের পদ্ধতি —- IOCL Online Job Portal থেকে নির্দিষ্ট দিনের মধ্যে আবেদন করতে হবে। সঙ্গে স্ক্যান করে দিতে হবে রঙিন ছবি, মাধ্যমিকের রেজাল্ট ও অ্যাডমিট, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ, কাস্ট সার্টিফিকেট, ও প্রার্থীর স্বাক্ষর।

এ ছাড়াও রয়েছে ১০৯০ টেকনিশিয়ান অ্যাপ্রেস্টিসের জন্য শূন্যপদ। তবে আবেদনের তারিখ ২৮/১০/২০১৭ থেকে ১১/১১/২০১৭।

শূন্যপদের বিবরণ

পোস্ট কোড ১০১। পদ ট্রেড অ্যাপ্রেন্টিস / অ্যাটেন্ডেন্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট)। শূন্যপদের সংখ্যা ৩১৬ (গুয়াহাটি রিফাইনারি- ১৬,  ডিগবয় রিফাইনারি – ৩৫,  বঙ্গাইগাঁও রিফাইনারি -৩৬ , বারুনি রিফাইনারি- ৬৪, গুজরাত রিফাইনারি – ৪৫, হলদিয়া রিফাইনারি -১৫, মথুরা রিফাইনারি – ৪০, পানিপথ রিফাইনারি -৪৫, পারাদ্বীপ রিফাইনারি -২০)।

পোস্ট কোড ১০২। পদ ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার) । ডিসিপ্লিন- মেকানিক্যাল। শূন্যপদ ১১৮ (গুয়াহাটি রিফাইনারি – ৩, ডিগবয় রিফাইনারি – ১০, বঙ্গাইগাঁও রিফাইনারি – ৫, বারাউনি রিফাইনারি – ৬ , গুজরাত রিফাইনারি – ৩০, হলদিয়া রিফাইনারি – ৩, মথুরা রিফাইনারি -১৫ , পানিপথ রিফাইনারি – ৪১, পারাদ্বীপ রিফাইনারি – ৫)।

পোস্ট কোড ১০৩। পদ ট্রেড অ্যাপ্রেন্টিস (বয়লার)। ডিসিপ্লিন – মেকানিক্যাল। শূন্যপদ ৬০ (গুয়াহাটি রিফাইনারি -২২, ডিগবয় রিফাইনারি – ৫, বঙ্গাইগাঁও রিফাইনারি – ১০, বারাউনি রিফাইনারি -১০, গুজরাত রিফাইনারি -১৫, হলদিয়া রিফাইনারি -৮, মথুরা রিফাইনারি -১০)।

পোস্ট কোড ১০৪। পদ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস । ডিসিপ্লিন – কেমিক্যাল। শূন্যপদ ২১১ (গুয়াহাটি রিফাইনারি -৯, ডিগবয় রিফাইনারি – ১০, বঙ্গাইগাঁও রিফাইনারি – ১৩ , বারাউনি রিফাইনারি – ৬, গুজরাত রিফাইনারি – ৪৫, হলদিয়া রিফাইনারি – ১৫, মথুরা রিফাইনারি – ৪০, পানিপথ রিফাইনারি -৪৩, পারাদ্বীপ রিফাইনারি -৩০)।

পোস্ট কোড ১০৫। পদ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস।  ডিসিপ্লিন – মেকানিক্যাল। শূন্যপদ ১৪৪ (গুয়াহাটি রিফাইনারি – ৭, ডিগবয় রিফাইনারি – ৪০, বঙ্গাইগাঁও রিফাইনারি – ১৬, বারাউনি রিফাইনারি – ৬, গুজরাত রিফাইনারি – ৩০, হলদিয়া রিফাইনারি – ১০, মথুরা রিফাইনারি – ১৫, পানিপথ রিফাইনারি – ১০, পারাদ্বীপ রিফাইনারি – ১০)।

পোস্ট কোড ১০৬। পদ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস।  ডিসিপ্লিন – ইলেকট্রিক্যাল। শূন্যপদ ১৬৯ (গুয়াহাটি রিফাইনারি -২, ডিগবয় রিফাইনারি – ৩০, বঙ্গাইগাঁও রিফাইনারি – ৪, বারাউনি রিফাইনারি -৬, গুজরাত রিফাইনারি -৩০, হলদিয়া রিফাইনারি -১০, মথুরা রিফাইনারি -২০, পানিপথ রিফাইনারি – ৪৬, পারাদ্বীপ রিফাইনারি -২০)।

পোস্ট কোড ১০৭। পদ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস।  ডিসিপ্লিন – ইন্সট্রুমেন্টেশন। শূন্যপদ ৭২ (গুয়াহাটি রিফাইনারি -২, বঙ্গাইগাঁও রিফাইনারি – ৫, বারাউনি রিফাইনারি – ৬, গুজরাত রিফাইনারি – ১৭, হলদিয়া রিফাইনারি – ৫, মথুরা রিফাইনারি – ১০, পাণিপথ রিফাইনারি -২০, পারাদ্বীপ রিফাইনারি – ৬)।

বয়সসীমা – ৩১/১০/২০১৭ অনুযায়ী ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। নিয়ম অনুযায়ী বয়সের ছাড় মিলবে।

শিক্ষাগত যোগ্যতা —-

ট্রেড অ্যাপ্রেন্টিস – অ্যাটেন্ডেন্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) —- ৩ বছরের পূর্ণ সময়ে বিজ্ঞান বিভাগে  (পদার্থবিজ্ঞান গণিত, রসায়ন / ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি) স্নাতক ডিগ্রি।

ট্রেড অ্যাপ্রেন্টিস (ফিটার) —- মাধ্যমিক বা সমতুল ও ফিটার কোর্সে ২ বছরের আইটিআই।

ট্রেড অ্যাপ্রেন্টিস (বয়লার) —-  ৩ বছরের পূর্ণ সময়ে বিজ্ঞান বিভাগে  (পদার্থবিজ্ঞান গণিত, রসায়ন / ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি) স্নাতক ডিগ্রি।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (কেমিক্যাল) —- ৩ বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং / রিফাইনারি ও পেট্রোকেমিক্যালসে ইঞ্জিনিয়ারিং -এ।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (মেকানিক্যাল) —- ৩ বছরের পূর্ণ সময়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেক্ট্রিক্যাল) —- ৩ বছরের পূর্ণ সময়ের  ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা।

টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইন্সট্রুমেন্টেশন) —-  ৩ বছরের পূর্ণ সময়ের  ডিপ্লোমা  ইন্সট্রুমেন্টেশন,  ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং-এ।

নির্বাচন পদ্ধতি —- লিখিত পরীক্ষা এবং সাক্ষাত্কারের মাধ্যমে প্রার্থী বাছাই হবে।

আবেদন পদ্ধতি —- অনলাইনে সংশ্লিষ্ট  পোর্টালের মাধ্যমে  আবেদন করতে পারবেন। যে কোনো প্রয়োজনে [email protected] এ ইমেল করা যাবে। অথবা টেলিফোন নম্বর ০৩৬১ – ২৬৫৭০০১ এ যোগাযোগ করা যাবে।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here