কলকাতা : সকাল সাড়ে ৬টায় শুরু হল কলকাতা ম্যারাথন। বিশেষ অতিথি এক সময়ের টেনিস তারকা কিংবদন্তি বরিস বেকার। সাতসকালে হাজির ঘরের দাদা ‘প্রিন্স অফ ক্যালকাটা’ সৌরভ গাঙ্গুলি আর টলিঊডের তারকা ঋতুপর্ণা সেনগুপ্ত।
ম্যারাথন উদ্বোধন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। সঙ্গে ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস আর ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলার প্রাক্তন অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লকে।
টাটা স্টিল আয়োজিত তৃতীয় বর্ষের এই ম্যারাথন প্রতিযোগিতায় যোগ দেন সারা ভারত থেকে ১০০৮৯ জন প্রতিযোগী। ঐতিহাসিক রেড রোড শীতের সকালে অ্যাথলেটিক্সের ট্র্যাকে পরিণত হয়।
এই ম্যারাথনের প্রথম সংস্করণে নিতিন্দর সিং রাওয়াত যে সময় করেছিলেন, এ বার সেই সময় ভাঙেন প্রথম পাঁচ প্রতিযোগী – জি লক্ষণম, শৃনু বুগাতা, এ বি বালিয়াপ্পা, মান সিং এবং অভিষেক পাল। মহিলাদের মধ্যে প্রথম হন মনিকা আথারে। দ্বিতীয় আর তৃতীয় হন জ্যোতি গাউতে আর মনিকা রাউত।
ভিন্ন ভাবে সক্ষম প্রতিযোগীরাও এই ম্যারাথনে যোগ দেন। তাঁদের উৎসাহ ছিল দেখার মতো।
ছবি : রাজীব বসু