pv sindhu

সাংহাই: চায়না ওপেন সুপার সিরিজ প্রিমিয়ারের কোয়ার্টার ফাইনালে গেলেন পি ভি সিন্ধু। সাইনা নেহওয়াল ও এইচ এস প্রণয়ের বিদায়ের পর এই টুর্নামেন্টে একমাত্র ভারতীয় হিসাবে টিকে আছেণ সিন্ধুই।

বৃহস্পতিবার বিশ্ব র‍্যাঙ্কিং-এ দু’ নম্বরে থাকা সিন্ধু চিনের হান ইউকে ২১-১৫, ২১-১৩ সেটে হারান। চিনা প্রতিদ্বন্দ্বীকে হারাতে সিন্ধুর মাত্র ৪০ মিনিট সময় লাগে। ১৭ বছরের চিনা প্রতিদ্বন্দ্বীর বিশ্ব র‍্যাঙ্কিং ১০৫। খেলার প্রথম দিকে মনে হয়েছিল হান হয়তো কিছুটা লড়াই দিতে পারবেন। গোড়ার দিকে হানের অনুকূলে ফল ছিল ৬-৫। কিন্তু খেলা যত এগোয়, হান তত ম্যাচ থেকে হারিয়ে যান। সিন্ধু ১২-১০ থেকে ২১-১৫-য় যেতে মাত্র পাঁচ পয়েন্ট খোয়ান।

দ্বিতীয় গেমে সিন্ধু প্রথমেই ৬-০ এগিয়ে যান। তার পর পৌঁছোন ১১-৩-এ। এ সময় হান কিছুটা লড়াই দিয়ে ৯-১২ করেন। তার পর অবশ্য খেলা মোটামুটি একপেশেই ছিল। সিন্ধু শেষ পর্যন্ত জিতে যান ২১-১৩ পয়েন্টে।

আগামী কাল সেমিফাইনালে সিন্ধু আরেক চিনা কোয়ালিফায়ার গাও ফাঙ্গির বিরুদ্ধে নামবেন।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here