pune tunnel

পুনে: দু’টি নদীর মধ্যে সংযোগ স্থাপনের জন্য তৈরি হচ্ছিল একটি সুড়ঙ্গ। নির্মীয়মাণ সেই সুড়ঙ্গে লিফ্‌ট ভেঙে মৃত্যু হয়েছে অন্তত ন’জন শ্রমিকের।

সোমবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে পুনে থেকে একশো কিলোমিটার দূরে ভিঙ্গওয়ানে। নিরা এবং ভিমা নদীর মধ্যে সংযোগকারী একটি নির্মীয়মাণ সুড়ঙ্গে কাজ করছিলেন ভিন রাজ্যের ওই ন’জন শ্রমিক। মূলত মাটির তলাতেই চলছিল কাজ। সারা দিনের কাজ শেষে সোমবার সন্ধ্যায় লিফ্‌টে করে মাটির ওপরে উঠে আসছিলেন তাঁরা। তখনই ঘটে অঘটনটি।

তার ছিঁড়ে লিফ্‌টটি অন্তত একশো ফুট নীচে পড়ে যায়। ভিগওয়ানের এক পুলিস আধিকারিক জানিয়েছেন, “তার ছিঁড়ে যাওয়ায় শ্রমিক এবং নির্মাণ কাজের সামগ্রী নিয়ে লিফ্‌টটা প্রায় একশো ফিট নীচে পড়ে যায়। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে।” মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার।

উল্লেখ্য, খরা কবলিত অঞ্চলে জলের সমস্যা কমানোর জন্য এই দু’টি নদীর মধ্যে সংযোগকারী সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে। ‘নিরা-ভিমা আন্ডারগ্রাউন্ড লিঙ্ক-৫’ নামক এই সুড়ঙ্গের মোট দূরত্ব ২৫ কিমি।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here