Rohit Sharma

ওয়েবডেস্ক: প্রথম তিনটি ম্যাচে সে ভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তাই ক্রমাগত চাপ ছিল তাঁর ওপর। নিজের সেই ফর্মকেই বিদায় দিয়ে চলতি সিরিজে প্রথম সেঞ্চুরি করলেন ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মা। মঙ্গলবার সেন্ট জর্জ ওভালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ৭৩ রানে জয়ের পিছনে অন্যতম অবদান ছিল রোহিতের। ১১৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন রোহিত। একদিনের ম্যাচে এটি তাঁর ১৭তম শতরান।

তবে ম্যাচের শেষে সাংবাদিকদের উদ্দেশেও চড়া ব্যাটিং রোহিতের। ক্রমশ রান না পাওয়া এবং তা নিয়ে মিডিয়ায় কাটাছেঁড়ার জবাব দিলেন রোহিত। সাংবাদিক সম্মেলনে রোহিতের মন্তব্য, তিনটি ম্যাচে রান না পাওয়া মানে এই নয় যে, তিনি খেলার যোগ্য নন, আবার একটি ম্যাচে রান পাওয়া মানেই যে তিনি ফর্মে রয়েছেন, এমনটা ভাবাটাও ঠিক নয়। এটা একটা স্বাভাবিক ব্যাপার যা খেলোয়াড়দের জীবনে প্রায়ই ঘটে। তবে এটা এখন অতীত। তিনি বলেন, তাঁর এখন লক্ষ্য পরবর্তী ম্যাচগুলোতে আরও রান করা যাতে টিমের জয়ে  তাঁর আরও বড়ো ভূমিকা থাকে।

 

উত্তর দিন

আপনার মন্তব্য দিন !
আপনার নাম লিখুন