কোট্টায়াম: বারাণসীর পর এ বার কেরল। চালু হল সৌরশক্তি চালিত নৌকো পরিষেবা। কেরলের ভাইকম জেলায় এর উদ্বোধন করলেন কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীযূষ গয়াল। মন্ত্রী জানালেন, এ রকম পরিবেশবান্ধব প্রকল্পে কেরলকে সাহায্য করতে আগ্রহী কেন্দ্র।
বৃহস্পতিবার ভাইকম-চেরতালা-তাবানাকাদাবু জলপথে চালু হল এই নৌকো পরিষেবা। বিদ্যুৎমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
২০১৪ সালে দেশে উৎপাদিত সৌরশক্তির পরিমাণ ছিল ২০০০ মেগাওয়াট। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯৫০০ মেগাওয়াট। কেন্দ্রের লক্ষ্য ২০২০ সালের মধ্যে উৎপাদন বাড়িয়ে ১ লক্ষ মেগাওয়াটে নিয়ে যাওয়া।
Inaugurated India’s First Solar Ferry at Kottayam, Kerala pic.twitter.com/Hf2iZOGqTo
— Piyush Goyal (@PiyushGoyal) January 12, 2017
রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন, “কেরল সরকার তাদের রাজ্যের জলপথ পরিবহণ ব্যবস্থাকে উন্নত করতে বদ্ধপরিকর”। তিনি আরও বলেন, পরিবহণ ব্যবস্থা হওয়া উচিত বাস্তুতন্ত্রের সঙ্গে সামঞ্জস্য মেনে। আপাতত এই নতুন নৌকোয় থাকছে ৭৫টি আসন। পরিষেবা চালু থাকবে সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত।