কলকাতা: দিনভর ছাত্রদের হাতে ঘেরাও। ফলে রাতে অসুস্থ হয়ে পড়েন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউটের (এসআরএফটিআই) ডিরেক্টর ড. দেবমিত্রা মিত্র। তাঁকে মেডিকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ইনস্টিটিউটের নিয়ম মেনে না চলার জন্য ১৪ জন ছাত্রকে বহিষ্কার করার সিদ্ধান্ত নেয় ইনস্টিটিউট কর্তৃপক্ষ। এ ব্যাপারে ছাত্ররা বিক্ষোভ দেখাতে শুরু করলে কর্তৃপক্ষ তাঁদের শর্তসাপেক্ষে ফিরিয়ে নেওয়ার প্রস্তাব দেয়। কিন্তু ছাত্ররা তা মানতে নারাজ। তার জেরেই ঘেরাও।
ডিরেক্টর ড. দেবমিতা মিত্র জানান, ছাত্ররা সরকারি সম্পত্তি ভাঙচুর চালিয়ে যাচ্ছে। ওদের সব দাবি মেনে নিয়েছে কর্তৃপক্ষ। তবে নিয়ম মেনে না চলার জন্য ১৪ জন ছাত্রকে বহিষ্কার করা হয়েছিল। তাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলো মানতেই হবে।
ছাত্রদের তরফে দেবোত্তম বসু বলেন, তাঁরা কোনো শর্ত মানতে রাজি নন।

এই টানাপড়েনের জেরেই ইনস্টিটিউটের বেশ কিছু শিক্ষক সহ ডিরেক্টরকে শুক্রবার সারা দিন ঘেরাও করে রাখেন ছাত্ররা। যদিও একে ঘেরাও বলে মানতে নারাজ তাঁরা। তাঁদের তরফে দেবোত্তম বসু বলেন, “আমরা কাউকে ঘেরাও করে রাখিনি। যে কেউ যেতে চাইলে যেতে পারেন।”