সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত নবম বার্ষিক রাগ সঙ্গীত বৈঠক ‘মুর্চ্ছনা’

0
২০২২-এর ‘মুর্চ্ছনা – রাগ সঙ্গীত বৈঠক’। ফাইল ছবি

কলকাতা: বছরভর নানা অনন্য অনুষ্ঠানের আয়োজন করে আসছে সাবর্ণ সংগ্রহশালা। এই সংগ্রহশালার প্রতিষ্ঠা দিবস ৫ জুন। রাগ সংগীত বৈঠক ‘মুচ্ছর্না’র মধ্যে দিয়ে প্রতি বছর এই বিশেষ দিনটি উদ্‌যাপন করা হয়।

আগামী সোমবার অনুষ্ঠানটি বড়িষার কালীকিংকর দুর্গাদালানে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। থাকবে নবীন-প্রবীণের মেলবন্ধনে পরিবেশিত ক্লাসিক্যাল নৃত্য, গান এবং যন্ত্রসঙ্গীত।

সম্পাদক দেবর্ষি রায় চৌধুরী জানান, এ বারের অনুষ্ঠানে ভরতনট্যম পরিবেশন করবেন অহীপ্সা মুখোপাধ্যায় ও সত্যেন সুর। কথক পরিবেশন করবেন উন্মনা মিত্র ও অর্পিতা পান্ডে রায় চৌধুরী। খেয়াল ও ঠুমরি পরিবেশন করবেন সোনালি বোস। বাঁশিতে পণ্ডিত সুদীপ চট্টোপাধ্যায়, হারমোনিয়ামে পণ্ডিত দেবপ্রসাদ দে। তবলায় পীযূষ বন্দোপাধ্যায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন তরুণ বোস।

উপস্থিত থাকবেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিখ্যাত অভিনেতা অরুণ বন্দোপাধ্যায় এবং বিশেষ অতিথি অভিনেতা তথা পরিচালক নীলাদ্রি লাহিড়ী।

আরও পড়ুন: মুক্তি পেল স্বস্তিকা-পরমব্রত অভিনীত ‘শিবপুর’ ছবির টিজার, কবে মুক্তি পাবে ছবিটি?

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.