কলকাতা ট্র্যাফিক পুলিশে বিশেষ হেলমেট, জানুন বিশেষত্ব

0
কলকাতা ট্রাফিক পুলিশের 'এসি হেলমেট'। ছবি: জয়ন্ত মণ্ডল

কলকাতা: ‘এসি হেলমেট’-এর জন্য ট্রায়াল রান শুরু করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। এই হেলমেটে রয়েছে বিশেষ মেকানিজম। যা প্রচণ্ড গরমের সময় রাস্তায় একজন পুলিশকর্মীকে স্বস্তি দিতে সাহায্য করবে।

summer hot rajin 1

প্রখর রোদ হোক বা নাগাড়ে বর্ষণ। ঠাঁয় দাঁড়িয়ে দায়িত্ব পালন করতে হয় কলকাতা ট্র্যাফিক পুলিশকে। ছবি: রাজীব বসু

Helmet 4

অসহনীয় কষ্ট লাঘব করতে কলকাতা ট্র্যাফিক পুলিশের হাতে এল বিশেষ হেলমেট। লালবাজারের এক আধিকারিক জানান, ট্রায়াল শেষ না হওয়া পর্যন্ত হেলমেটে কলকাতা পুলিশের লোগোটি এম্বেড করা হবে না। ছবি: জয়ন্ত মণ্ডল

Helmet 5

এই ‘এসি হেলমেট’ তৈরি করেছে একটি বেসরকারি সংস্থা। তবে সুবিধা যেমন রয়েছে, তেমন দামও বেশ। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর, এই একটি হেলমেটের দাম প্রায় ২০ হাজার টাকা। ছবি: রাজীব বসু

helmet 2

বিশেষভাবে তৈরি এই হেলমেট রাস্তায় কর্তব্যরত কোনো ট্র্যাফিক পুলিশকর্মীকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ছবি: জয়ন্ত মণ্ডল

Helmet 6

ইন্টারন্যাল রিচার্জেবল ব্যাটারির মাধ্যমে অ্যাডপ্টর দিয়ে চার্জ করা যাবে এই হেলমেট। ছবি: রাজীব বসু

helmet 3

হেলমেটটিতে রয়েছে একাধিক মোড। যা আবহাওয়ার উপর নির্ভর করে সেট করা যাবে। ছবি: জয়ন্ত মণ্ডল

Helmet 7

‘এসি হেলমেট’-এ একটি পাতলা প্লাস্টিকের টপ রয়েছে। এই হেলমেটের ওজন প্রায় ৯০০ গ্রাম। যেখানে সাধারণ পুলিশ হেলমেটের ওজন ৪০০ গ্রামের মতো। ছবি: জয়ন্ত মণ্ডল

helmet 8

এর প্রথম প্রোটোটাইপটি পার্ক স্ট্রিট ক্রসিংয়ে দায়িত্বরত সাউথ ট্র্যাফিক গার্ডের পুলিশকর্মীদের কাছে হস্তান্তর করা হয়। ট্রায়াল রান শেষে ওজন-সহ বেশ কিছু পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। ছবি: জয়ন্ত মণ্ডল

আরও পড়ুন: দেবীপক্ষের সূচনা লগ্নে মহিষাসুরমর্দিনী রূপে কোয়েলের নয়া চমক, প্রকাশ্যে এল মহিষাসুরমর্দিনীর প্রোমোও

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.